গাজীপুর মহানগরীর টঙ্গীর মিলগেট এলাকায় একটি তুলার গুদামে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সা💎র্ভিসের টঙ্গী ও উত্তরার ৪টি ইউন💝িট আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (১১ জানুয়া𝐆রি) রাত ৮টায় মিলগেট তুসুকা গার্মেন্টস-সংলগ্ন তুলার গুদামে এ ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান জানান, রাত ৮টার দিকে মিলগেট তুসুকা পোশাক কারখানা সংলগ্ন মুಌরুব্বি গলির বাশারের তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের তুলার গুদামে ছড়িয়ে পড়ে। আগুনে বাশারের ২টি ও রফিকের ১টি তুলার গুদামে ক্ষতি হয়েছে। গুদামে রাখা তুলা ত﷽ৈরির কাঁচামাল এবং মেশিনপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান আগু💎নের ক🀅ারণ সম্পর্কে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে।