ভর্তি হয়েও ক্লাস করা হলো না ৩ বন্ধুর  

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২, ০৬:৫৭ পিএম

দিনাজপুরে ট্রাক চাপায় মোটরসাই🌸কেল আরোহী তিন স্কুলছাত্র নিহত হয়েছে। তারা অষ্টম ও নবম শ্রেণির ছাত্র ছিল, তবে বন্ধু। রোববার (২ জানুয়ারি) বেলা ১টার দিকে বীরগঞ্জ উপজেলার ঢাকা-পঞ্চগড় মহাসড়কের জ্যোৎস্না ফিলিং স্টেশনের পাশে চাকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো পৌরশহরের স্লুইসগেট এলাকার আফসার আলীর ছেলে শাহাদাত (১৬), জাহাঙ্গীর আলমের ছেলে শুভ (১৫) এবং শুকুর আলীর ছেলে মুজাহিদ (১৭)। তারা বীরগঞ্জ রহিম বখস হাই স্🦹কুলের অষ্টম ও নবম শ্রেণির ছাত্র ছিল।

জানা যায়, শাহাদাত, শুভ ও মুজাহিদ মোটরসাইকেলযোগে রহিম বখস দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হতে যায়। ভর্তি শেষে ওই তিন বন্ধু ঘুরতে বের হয়। উপজেলার চাকাই এলাকায় পৌঁছালে ঠাকুরগাঁও থেকে আসা দ্রুতগামী একটি ট্🃏রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের মোটরসাইকেলের।

শাহাদাত ও মুজাহিদ ঘটনাস্💖থলেই মারা যায়। শুভকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ক🥂র্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

দশমাইল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জা🧜মান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার পর ট🦄্রাক নিয়ে পালিয়ে যান চালক। তাকে আটকের চেষ্টা চলছে।”