রোহিঙ্গা ক্যাম্পে চালু হয়েছে মিয়ানমারের মুদ্রা

কক্সবাজার প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২১, ০৯:২৬ পিএম

কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে নিজস্ব মুদ্রা চালু করেছে মিয়ানমার🍸ের সশস্ত্র সংগঠন ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’ (আরসা)।প্রাথমিকভাবে কয়েকটি ক্যাম্পে এ মুদ্রা চালু করলে꧅ও পর্যায়ক্রমে সব ক্যাম্পেই এ মুদ্রা চালু করতে চায় তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদ꧋ের গ্রুপে ‘আ𝓰রসা’ এ মুদ্রার পক্ষে প্রচারণাও শুরু করেছে।

কক্সবাজার পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, “শরণার্থী ক্যাম্পে আরসার মুদ্রা চালুর বিষয়টি আমাদের জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে 𒀰প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

রোহিঙ্গা ক্যাম্পে এমন মুদ্রা প্রচলনের বিষয়টি বাংলাদ🎃েশের জন্য হুমকি বলে মনে করেন সা♚মরিক বিশ্লেষক মেজর (অব) এমদাদুল ইসলাম।

এমদাদুল ইসলাম বলেন, “সাধারণত কোনো দেশ প্রতিষ্ঠা লাভের পর তার নিজের মুদ্রা চালু করে থাকে। একটি জঙ্গি সংগঠন কেন মুদ্রা প্রচলন করল? বিষয়টি সন্দেহজ🧔নক। বাংলাদেশ সরকারের বিষয়টি গুরুত্ব 𒈔সহকারে নেওয়া উচিত।”

রোহিঙ্গা ক্যাম্পের একাধিক সূত্র জানাচ্ছে, আরসার নতু𒈔ন মুদ্রা দিয়ে লেনদেন শুরু হয়েছে। ꦉসামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রচারণা চালানো হচ্ছে। কিছু দিনের মধ্যে আরসা নিয়ন্ত্রিত সবগুলো ক্যাম্পে নতুন এ মুদ্রা চালু হবে।

জানা গেছে, প্রাথমিকভাবে ১ হাজ♍ার, ৫০০ এবং ১০০ টাকার নোট ছেড়েছে আরসা। নোটগুলোতে আরসার নেতা আতাউল্লাহর ছবি ছাপানো আছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজারে ৩২টি রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে ২৭টিღতেই আরসার একক আধিপত্য আছে। সৌদি আরবে বেড়ে ওঠা পাকিস্তানি নাগরিক আবু আম্মর জুনুনী ওরফে আতাউল্লাহ বর্তমানে আরসার একটি অংশের নেতৃত্বে রয়েছেন।

উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন বলেন, “মিয়ানমারের মুদ্রা কꦜ্যাম্পে চালু হওয়া মানে এটা আমাদের জন্য একটি অশনিসংকেত। আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের উচিত এখনই এবিষয়ে পদক♚্ষেপ নেওয়া।”