নৌকার কর্মী-সমর্থকদের ওপর হামলা, আহত ৬

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২১, ০৯:৩১ পিএম

রাজবাড়ী সদর উপ‌জেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে নৌকার নির্বাচনী প্রচারণায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক♈দের অতর্কিত হামলায় নৌকা প্রার্থীর ছেলেসহ ৬ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। প‌রে আহত‌দের জেলা সদর হাসপাতা‌লে নেয়া হয়।

সোমবার (২০ ডিসেম্বর) ౠদুপুরে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর এলাকার আক্কাস ফকিরের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হ‌লেন- বসন্তপু‌রের নৌকার চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল মান্ඣনান মিয়ার ছেলে মো. রিয়াদ হাসান প্লাবন (২৭), মোহাম্মদ আলী (৪৫)। এ ছাড়া আরও ৫ জন আহত হয়েছেন।

নৌকার প্রার্থীর ছে‌লে ও ইউ‌পি ছাত্রলীগ সভাপ‌তি আহত রিয়াদ হাসান প্লাবন ব‌লেন, “আমরা মহারাজপুর থে‌কে ভোট চে‌য়ে ক‌য়েক‌টি মোটরসাই‌কেল নি‌য়ে ফির‌ছিলাম। বড় ভবানীপুর ফ‌কির বাড়ির সাম‌নে আস‌লে বি‌দ্রোহী (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী জা‌কির হো‌সেন সরদার ও তার লোকজন দেশিয় অস্ত্র ও লা‌ঠি‌সোঠা নি‌য়ে প‌রিক‌ল্পিতভা‌বে আমা‌দের ওপর হামলা ক‌রে। এ সময় আমিসহ বেশ ক‌য়েকজন আহত হয়। প‌রে আমা‌কে ও আমা‌দের কর্মী মোহাম্ম💎দ আলী‌কে হাসপাতা‌লে আনা হয়। আমা‌দের দুজনরই মাথায় সেলাই লে‌গে‌ছে।”

নৌকার প্রার্থী আব্দুল মান্নান ব‌লেন, “ভয়ভী‌তি সৃ‌ষ্টি কর‌তে ব‌হিরাগত লোকজন দি‌য়ে জা‌কির সরদার নিয়‌মিত মহড়া দেয়। বিষয়‌টি মৌ‌খিক ও লি&zwn🐻j;খিতভাবে প্রশাসন‌সহ নির্বাচন অ‌ফিস‌কে জা‌নি‌য়ে‌ছি। হয়‌তো সে কার‌ণে আজ (সোমবার) সম্পূর্ণ প‌রিক‌ল্পিতভা‌বে আমার ছে‌লে প্লাবন ও কর্মী‌দের ওপর হামলা করা হ‌য়ে‌ছে।” 

এ ঘটনায় থ♔ানায় লি‌খিত অ‌ভি‌যোগ প্෴রক্রিয়াধীন র‌য়ে‌ছে ব‌লেও জানান তিনি।

এ বিষয়ে জেলা নির🐼্বাচন অ‌ফিসার মাসুদুর রহমান ব‌লেন, “বসন্তপু‌রে এক‌টি ঝা‌মেলা হ‌য়েছে ব‌লে জান&zwnj𝔍;তে পে‌রেছি।”

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাত হোসেন বলেন, “বসন্ꦅতপুরের ঘটনায় এখনো আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিয🅘োগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”