লরি-ট্রলির সংঘর্ষে চালক নিহত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২১, ০৮:০৩ পিএম

নগরবাড়ি-বগুড়া মহাসড়কের শাহজাদপু🐻র উপজেলার হালুয়াঘাটি এলাকায় ট্যাংকলরির ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহত ট্রলি চালক আব্দুল হাকিমের বাড়ি পাবনা ভাঙ্গুড়া উপজেলার চন্ডিপুর গ্রামে। 

সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।🐲ꦉ আহত চালকের সহযোগী ইয়াকুব আলীরও বাড়ি একই গ্রামে।

ঘটনা সত্যতা স্বীকার করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, দুপুরে তেলবাহী একটি ট্যাংকলরি বাঘাবাড়ী থেকে আসা একটি ট্রলির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ট্রলি চালক আব্দুল হা🐓কিম নিহত ও তার সহযোগী ইয়াকুব আলী আহত হয়েছেন।

পুলিশ ট্র্যাংকলরিকে জব্দ করলেও চালক পল🐠াতক রয়েছে বলে জানান ওসি༺।