আসামি ধরতে গিয়ে দুই পুলিশ আহত

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২১, ০৫:২৭ পিএম

কিশোরܫগঞ্জের ভৈরবে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে আসামি ও তাদের সহযোগীদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে। আহতরা হলেন ভৈরব থানার এসআই করিম ও এএসআই রেজাউল।

রোববার সন্ধ্যায় শহরের ঘোড়াকান্দা এলাক😼ায় এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ💯িকিৎসা দেওয়া হয়েছে।

আহত এসআই করিম জানান, মাদক ও ছিনতাইয়ে মামলার আসামি রাসেলের বির🐈ুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। সন্ধ্যায় ঘোড়াꩲকান্দা এলাকায় আসামি রাসেল ও তার সহযোগী মামুনের সঙ্গে কথা বলার একপর্যায়ে মামুন তাৎক্ষণিক চলে গিয়ে ২০/২৫ জন লোক নিয়ে দা, রড ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করে। এতে তিনি সহ এএসআই রেজাউল আহত হন।