নরসিংদীতে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও ১৩ মাস বয়সী শিশুপুত্রকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ফকরুল ইসলাম (২৬) নামের এক ব্যক্তির বিরুদ🐼্ধে। এ ঘটনায় ফকরুল ইসলামকে আটক ক♎রে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
রোববার (১২ ডিসেম্বর) রাত ৩টার দিকে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকা থেকে নিহতদের মরদেহ 𒈔উদ্ধার করা হয়।
নিহতরা হলেন স🙈্ত্রী রেশমি আক্তার (২৬) ও তাদের ১🦄৩ মাস বয়সী শিশুপুত্র সালমান সাফায়ার।
পুলিশ জানায়, দুই বছর আগে রেশমি আক্তারের সঙ্গে ফকরুꦑল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীকে নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে ঝগড়া-বিবাদ লেগে থাকত। রোববার রাতে ফের কলহ ব🧸াধে। পরে রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফকরুল ইসলাম পুলিশ হেফাজতে র🐽য়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।