ভ্যানচালক বেশে গাঁজা বিক্রি, ১২ মামলায় ১২ বার জেলে

চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২১, ০৭:২৬ পিএম

শহরের অলিগলি সারাদিন ভ্যান চালায় বিল্লাল হোসেন (৫২)। স্ত্রী-সন্তান জানেন তিনি ভ্যানচালক। কিন্তু বিল্লাল হোসেন আসলে একজন গাঁজা বিক্রেতা। ভ্যানচালকের বেশে গাঁজা ꦚবিক্রি করে শহর ঘুরে। তার বিরুদ্ধে ১২টি মামলা! জেলেও গেছেন ১২ বার।

সোমবার সকালে পৌর শহরের তালতলা এলাকা থেকে꧟ তাকে গ্রেপ্তার করেছে প💖ুলিশ। বিল্লাল হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা মহল্লার আ. জলিল সরদারের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, বিল্লাল চুয়াডাঙ্গা জেলার তালিকাভুক্ত মাদক বিক্রেতা। তিনি মূলত গাꦛঁজা বিক্রি করেন। তার ভ্যান আছে। সারাদিন শহরে ভ্যান চালান। ভ্যান চালানোর আড়ালেই ক্রেতাদের কাছে গাঁজা পৌঁছে দেন। তার পরিবারের সদস্যরা জানতো না এই ব্যবসা প্রসঙ্গে। অথচ তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। জেলেও গেছেন ১২ বার।