ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছ﷽ে। শনিবার (৪ ডিসেম্বর) পল্টনের আইভরি কৃষ্ণচূড়ায় অবস্থিত আব্বাস উদ্দিন অ্যান্ড অ্যাসোসিয়েটসসে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সুপ্রি🅰ম কোর্টের আইনজীবী জেসমিন সুলতানাকে দ্বিতীয়বারের মতো সভাপতি এবং অ্যাডভোকেট মো. আহসান উল্লাহকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
৯ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আবু সাঈদ সাগর নবনির্বাচিতদের নাম ঘোষণ▨া করেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে এম জাহিদ সারওয়ার কাজল, সিনিয়র আইনজী🎉বী এ বি রায় চৌধুরী, সি𝔍নিয়র অ্যাডভোকেট এ কে এম ফয়েজ, সিনিয়র অ্যাডভোকেট কাইয়ূম চৌধুরী, সিনিয়র অ্যাডভোকেট আব্বাস উদ্দীন, সিনিয়র অ্যাডভোকেট ডা. শাহজাহান, সিনিয়র অ্যাডভোকেট বোরহান উদ্দীন, সিনিয়র অ্যাডভোকেট আব্দুল কাদের নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন।
ঢাকায়𝕴 কর্মরত প্রায় ৩০০ জন আ𓂃ইনজীবীর উপস্থিতিতে কমিটি ঘোষণা করা হয়।
নতুন সভাপতি এবং সা🅰ধারণ সম্পাদক স্বল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। নতুন কমিটি আগামী দুই বছর𝓀 দায়িত্ব পালন করবে।
নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সংগঠন ও সংগঠনের সকল সদস্যের কল্যাণে কাজ করবেন বলে প্রত⛄িশ্রুতি দিয়েছেন। সবার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তারা।