করোনা : চট্টগ্রামে মৃত্যু-শনাক্ত দুটোই শূন্য

চট্টগ্রাম প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১, ১১:৩৫ এএম
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়🌄ে কারও💫 মৃত্যুও হয়নি। 

এর আগে ২২ নভ▨েম্বরও চট্টগ্রাম☂ে কারও ;করোনা শনাক্ত ও মৃত্যু হয়নি বলে জানা গেছে।

শন♏িবার (৪ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা সিভি🍎ল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এ প্রসঙ্গে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, “চট্টগ্রামের ৮টি ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ২ജ০৮ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। এ𝓰কই সঙ্গে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে কারও মৃত্যু হয়নি।”

এছাড়া চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ৪১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ৯৪ জন। বাকি ২৮ হাজার ৩১৫ জন বিভ🙈িন্ন উপজেলার।

ভাইরাসটিতে আক্রান𒊎্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩৩১ জনের মৃত্যু হয়েছে। এর ম⛎ধ্যে ৭২৩ জন চট্টগ্রাম নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৮ জনের।