মেহেরপুরের গাংনীতে ট্রলি🦋র নিচে চাপা পড়ে জজ কোর্টের বেঞ্চ সহকারী মোমিন 𒊎হোসেনের (৩০) মৃত্যু হয়েছে।
রোবব💞ার (২১ নভেম্বর) সকাল ১০টার সময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চেংগাড়া বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
মোমিন উপজেলার মোহাম্মদপুর গ্রামের মারজুল হকের ছেলে। তিনি কিছুদিন দৈনিক ভোর🐓ের ডাক পত্রিকার গাংনী প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মোমিন হোসেন মোটরসাইকেলযোগে মেহেরপুর কোর্টে যাচ্ছিলেন। পথে চেংগাড়া বাজারের অদূরে অপর একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় পেছনে থাকা আসা একটি ইটবোঝাই ট্রলির নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে আহতবস্থায় উদ্ধার করে গাংনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকি🥂ৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন সাইলা বলেন, “মোমিন হোসেনকে হাসপাতালে আনার আ♐গেই মৃত্যু হয়েছে।”