কক্সবাজারের চকরিয়ায় এপেক্সের একটি শোরুমে নারীদের শৌচাগারে গোপন ভিডিও ধারণ করার অভিযোগে প্রতিষ্ঠানটির এক কর্ম🤡চারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ♏(১৭ নভেম্বর) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আনোয়ার সাত্তার বলেন, “মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে পাঁচটায় একজন ব্যক্তি চকরিয়া থানাধীন আনোয়ার শপিং কমপ্লেক্সের এপেক্স এর শোরুম থেকে ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তিনি ও তার স্ত্রী সেখানে জুতা কিনতে গিয়েছিলেন। তার স্ত্রী শোরুমের শৌচাগারে গেলে সেখানকার এক কর্মচারী ওয়াশরুম পরিষ্কার করার কথা বলে ভেতর একটি মোবাইল ফোনের ভিডিও অন করে রেখে আসে। তার স্ত্রী বিষয়টি বুঝতে পেরে তাকে জা🌳নালে তিনি আশপাশের লোকজনের সহায়তায় ওই কর্মচারীকে꧑ আটক করেন।”
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, এরপর ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশের একট🌠🌄ি দল দ্রুত ঘটনাস্থলে যায়।
চকরিয়া থানার এ♚সআই মোশাররফ হোসেন জানান, তিনি ঘটনাস্থল থেকে শোরুমের কর্মচারী রুহুল আমিনকে (২৪) আটক করেছেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার শ্যামপুর। তাকে মোবাইল কোর্টে ❀দেওয়া হবে বলেও তিনি জানান।