লালমনিরহাটের বুড়িরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নি🌄হত দুই বাংলাদেশির লাশ ফেরতের দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।
সোমবার (১৫ নভেস্বর) দুপুরে জেলার কালিগঞ্জ উপজেলার ময়না চওড়া বা♚জা🌳রে এ মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করে।
💖মানববন্ধনে নিহত ইদ্রিস আলীর ভাই একরামুল হকসহ এলাকার অনেকেই বক্তব্য দেন। এসময়�� বক্তারা বলেন, সীমান্তে গুলিতে নিহতের চার দিন পেরিয়ে গেলেও পরিবারের কাছে এখনো লাশ ফেরত দেয়নি বিএসএফ।
অবিলম্বে লাশ ফেরতের দাবি জানান তারা। এ মানববন্ধনে এলাকার দুই শতাধিক 💮নারী-পুরুষ অংশ নেয়।
গত ১২ নভেম্বর ভোরে জ🐼েলার কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তের ৯১৭ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলারের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীরღ (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হন। পরে লাশ টেনে হেঁচড়ে নিয়ে যায় বিএসএফ। নিহতরা হলেন কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি মালগড়া গ্রামের আলতাব মিয়ার ছেলে আসাদুজ্জামান ভাসানী (৪০) ও একই এলাকার মোসলেম উদ্দিনের ছেলে ইদরিস আলী (৪২)।