৪ দফা পিটিয়ে যুবক হত্যা, তিন মাস পর গ্রেপ্তার ২

চট্টগ্রাম প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪, ০৯:১৯ পিএম

চট্টগ্রাম নগরের খুলশীত♓ে তিন মাস আগে এক যুবককে চোর-ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করার পর বিষয়টি জানাজানি হয়েছে। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) নগরের দুই নম্বর🍃 গেট এলাকায় অভিয🀅ান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেꦰপ্তার দ꧒ুজন হলেন গাজী মো. আলমগীর প্রকাশ আলম (৩৫) এবং মো. জানে আলম (৩৩)। এদের মধ্যে আলমগীর পেশায় নৈশপ্রহরী এবং জানে আলম শ্রমিক।

এর আগে ৮ আগস্ট ভোর সাড়ে ৬টার দি🍨কে ইসলাম বিটু (২৫) নামে এক যুবককে চোর ও ছিনতাইকারী সন্দেহে ধাওয়া করা হয়। এরপর তাঁকে চার দফায় চার জায়গায় একাধিক ব্যক্তি মিলে পিটুনি দেয়। পরে তাঁর মৃত্যু হলে সবাই সটকে পড়ে। ওই দিন দুই নম্ব♛র গেট কবরস্থানের পাশ থেকে ভিকটিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরবর্তীতে এ ঘটনায় নিহতের মা বিউটি বেগম বাদী হয়ে খুলশী থানায় অজ্ঞাতদের আসামি💫 করে একটি হত্যা মামলা করেন। নিহত যুবক গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার বনগ্রামের ছোট গয়েসপুর এলাকার মৃত ফুল মিয়ার ছেলে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, “ভিকটিমের মায়ের মামলার পর তদন্তপ্রাপ্ত হয়ে দুই ♑আসামিকে গ্রেপ্তার করা হয়। ভিকটিমকে প্রথমে চোর সন্দেহে তাড়া করে দুই নম্বর গেট সংলগ্ন ড্রেনের সামনে গিয়ে আটকায় এক নৈশপ্রহরী। এরপর গ্রেপ্তার আলমগীর গিয়ে ওই নৈশপ্রহরীর হাতে লোহার রড তুলে দিয়ে পেটানোর নির্দেশ দেয়।”

তিনি বলেন, “এরপর দ্বিতীয় দফায় ভিকটিম বিটুকে দুই নম্বর গেট এলাকা সংলগ্ন নার্সারিতে, তৃতীয় দফায় মুরাদপুর এলাকার সড়ক বিভাজনের লোহার অ্যাঙ্গেলের সঙ্গে বেঁধে মারধর করা হয়𒁏। ততক্ষণে আলমগীর এবং প্রথম প্রহারকারী নৈশপ্রহ🍨রীর সঙ্গে আরও কয়েকজন যোগ দেয়। যাদের মধ্যে গ্রেপ্তার জানে আলমও ছিলেন। সর্বশেষ বিপ্লব উদ্যানে বেঁধে চতুর্থ দফায় একাধিকজন মিলে পিটিয়ে হত্যা করে বিটুকে।”

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, “এ ঘটন๊ায় দুই আসামিকে গ্রেপ্তার করলেও প্রথমে যিনি লোহার রড দিয়ে মারধর করেছে তিনি পলাতক আছেন। বাকি আসা💃মিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”

গ্রেপ্তার আসামির𝓰া আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক ঘটনার নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলেও জানান এডিসি তারেক আজিজ।

উল্লেখ্য, বিটুকে যে সময় পিটিয়ে মারা হয়েছিল তখন চট্টগ্রাম নগরীতে আইনশৃঙ্খলা পর🐬িস্থিতি অবনতি পর্যায়ে ছিল। হত্যার ঘটনার ঠিক তিন দিন আগে ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতার হামলার শিকার হয় নগরের থানাগুলো। এতে মূলত অচল ছিল নগরের থানা-পুলিশের কার্যক্রম।