সাবেক শিক্ষকের বাড়ি থেকে ১৮৩ বস্তা সরকারি চাল উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪, ০৯:১৪ পিএম

সিরাজগঞ্জের কাজীপুরে জাহাঙ্গীর আলম নামের এক সাবেক শিক্ষকের বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১৮৩ বস্তা চাল উদ্ধার করেছে 💦সেনাবাহিনী। 

শুক্রবার (৮ নভেম্বর) ভোরে উপজেলার বেড়িপোটল গ্রামে ওই শিক্ষকের বাড়ির এ⭕কটি গুদাম থেকে এসব চাল উদ্ধার করা হয়। 

জাহাঙ্গীর আলম উপজেলার তারাকা🦋ন্দি উচ্চ ব꧒িদ্যালয়ের সাবেক শিক্ষক।

কাজীপুর আর্মি ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার জ্যেষ্ঠ ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিন🎉ি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম বেড়িপো๊টলে ওই শিক্ষকের বাড়িতে অভিযান চালিয়ে ১৮৩ বস্তা সরকারি চাল উদ্ধার করে।”

কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিন আক্তার বলেন, “খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল বস্তা পরিবর্তন করে নাজিরশাইলের বস্তায় রাখা হয়েছিল। আপাতত 🌄শিক্ষকের ওই গুদাম ও চালের বস্তাগু💮লো সিলগালা করা হয়েছে। পরে খাদ্যগুদামে হস্তান্তর করা হবে।”

সাবরিন আক্তার আরও বলেন, “ওই শিক্ষক জানিয়েছেন, রিপন✅ শেখ নামের এক স্থানীয় চাল ব্যবসায়ী তার গুদাম ঘর ভ꧒াড়া নিয়ে চাল রেখেছেন।”

এ𝐆 বিষয়ে সাবেক শিক্ষক জাহাঙ্গীর আলম ও চাল ব্যবসায়ী রিপন শেখের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।