ট্রাম্পের বিজয়ে গোপালগঞ্জে ‘ভুনা-খিচুড়ি’ খেলেন ২৫০ তরুণ

গোপালগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪, ০৮:২৮ পিএম
ভূরিভোজে অংশ নেওয়া যুবকরা। ছবি: সংগৃহীত

দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্💧প। তার জয়ের উচ্ছ্বাসের ঢেউ লেগেছে বাংলাদেশের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়ন꧟ের হোগলাকান্দি গ্রামে। ট্রাম্পের বিজয়কে উদযাপন করতে গরুর মাংস ‘ভুনা ও খিচুড়ি’ উৎসবে অংশ নিয়েছেন আড়াইশ যুবক।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে এই ভোজ উৎসব করা হয়। ওয়ান টাইম প্লেটে গরুর মাংস ভুনা ও খিচুড়ি খেয়ে নেচে গেয়ে আনন্দ উল্লাস করেন যুবকরা। রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চলে আয়োজন। এসময় উৎ🐽সুক গ্রামবাসী সেখানে ভিড় করেন। অনেকেরই প্রশ্ন, ট্রাম্পের বিজয় যুক্তরাষ্ট্রে, সেই আনন্দের ঢেউ কীভাবে আছড়ে পড়ল এমন 🐬অজপাড়াগাঁয়ে?

ভুরিভোজে 🍸অংশ নেওয়া গ্রামের তুহিন মোল্লা বললেন, “মার্কিন কোনো প্💃রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথম কোনো ভোজে অংশ নিলাম। সবাই একসঙ্গে মাংস-খিচুড়ি খেয়েছি। ভূরিভোজের মধ্যে দিয়ে আমরা ডোনাল্ড ট্রাম্পের বিজয়কে উদযাপন করেছি।”

ট্রাম্পের বিজয়ে ভূরিভোজের আয়োজন হোগলাকান্দির গিয়াস উদ্দিন গালিবের বাড়িতে হলেও উৎসবে 🧜অর্থায়ন করেন মূলত বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফর রহমান হিমু। সম্পর্কে হিমু গালিবের একজন বন্ধু।

ট্রাম্পের সঙ্গে এক ফ্রেমে হিমু। ছবি: সংগৃহীত

এ ব্যাপারে গিয়াস উদ্দিন গালিব বলেন, “উৎসবের অর্থদাতা লুৎফর রহমান হিমু মূল💞ত ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ফ্রেডরিক ট্রাম্পের বন্ধু। তিনি যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের ন্যাশনাল ফাইনান্স মেম্বার। হিমু কথা দিয়েছিল ট্রাম্প জিতলে ভুনা-খিচুড়ি খাওয়াবে। নির্বাচনে জেতার পর হিমু টাকা পাঠিয়েছে।

গালিব বলেন, “হিমুর পাঠানো টাকাতেই ভূরিভোজের আয়োজন করি। এতে হোগলাকান্দি ছাড়াও আশপাশের গ্রামের প্রায় আড়াইশ যুবক অংশ নেয়। ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে আমরা উচ🍨্ছ্বসিত, আনন্দিত ও গর্বিত।”

কাশিয়ানীর জয়নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জাসান বলেন, “গালিব গ্রামে নৌকাবাইচসহ ব্যতিক্রম সব আয়োজন করেন। এবার ট্রাম্পে🐠র বিজয়ে বন্ধু হিমুর সহযোগিতায় খিচুড়ি ভোজের আয়োজন করেছেন। তার সব আয়োজনই 🧜আমার ভালো লাগে। আমিও এতে অংশ নেই। এই ভূরিভোজ আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।”