সুজানগরে ১০ ইউপির ৮টিতেই নৌকার জয়

পাবনা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১, ০৯:৫১ এএম

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাবনার সুজানগরে ১০ ইউনিয়নের ৮টিতেই আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্ౠথী ও বাকি দুটিতে বিদ্রোহী প্রার্থী ব𒅌েসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের ಞ; সম্মেলনকক্ষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন✱।

বিজয়ীরা হলেন ভায়না ইউনিয়নে আমিন উদ্দিন (নৌকা) তিনি পেয়েছেন ৬ হাজার ৫৫৫ ভোট।🌄 তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক পেয়েছেন ৪ হাজার ২২৯ ভোট।

তা✨ঁতিবন্দ ইউনিয়নের মতিন মৃধা (নৌকা) পে🎃য়েছেন ৬ হাজার ৪৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রউফ পেয়েছেন ৫ হাজার ৫০ ভোট। 

মানিকহাট ইউনিয়নে শফিউল আলম (নৌকা) পেয়েছেন ১৪ হাজার ৩৪৮ ভোট। তার নি🐼কটতম প্রতিদ্বন্দ্বী আব্বাস আলী মল্লিক পেয়েছেন ৪ হাজার ৬৯০ ভোট।

দুলাই ইউনিয়নে সিরাজুল ইসলাম (নৌকা) তিনি পেয়েছেন ৭ হাজার ৬𓃲৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (আপন ভাতিজা) সাইদুর রহমান ♑সাইদ পেয়েছেন ৬ হাজার ৪৮৩ ভোট। 

সাগরকান্দি ইউনিয়নে শাহিন চৌধুরী (নৌকা) তিনি পেয়েছেন ১৩ হাজার ৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ൲্বন্দ্বী তৈয়ব আলী শেখ পেয়েছেন ৩ হাজার ৫২৮ ভোট। 

রানীনগর ইউনিয়নে এইচ এম পিযুষ (নৌকা) তিনি পেয়েছেন ৭ হাজার ৩৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের স𝕴ৈয়দ আলী পেয়েছেন ২ হাজার ৪৪৯ ভোট।🅰  

নাজিরগঞ্জ ইউনিয়নে মশিউর রহমান (নৌকা) তিনি পেয়েছেন ৫ হাজার ৯৪০ ✨ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিপু মুন্সী পেয়েছেন ১ হাজার ৬৬৪ ভোট।

আহম্মদপুর ইউনিয়নে কামাল মিয়া (নৌকা) তিনি পেয়েছেন ৭ হাজার ৫৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (আপন ভাতিজা) মাহবুবুর র𝓀হমান হিরা মিয়া পেয়েছেন ৬ হাজা🅺র ১০ ভোট।

অপর দুইজন বিদ্রোহী প্রার্থীরা হলেন সাতবাড়িয়া ইউনিয়নে আবুল হোসেন তিনি পেয়েছেন ৯ হাজার ৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুল আলম (নৌকা🐬) পেয়েছেন ৬ হাজার ৫৭৬ ভোট।

হাটখালী ইউনিয়নে ফিরোজ খ﷽ান (স্বতন্ত্র প্রার্থী) তিনি পেয়েছে൲ন ৭ হাজার ৫৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রউফ সরদার (নৌকা) পেয়েছেন ৩ হাজার ৩৪৭ ভোট।

🐈এ বিষয়ে সুজানগর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন বলে🍷ন, “১০টি ইউনিয়নের মধ্যে ৮টিতেই নৌকার প্রার্থী ও বাকি দুটিতে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছেন। প্রাথমিকভাবে তাদের বিজয়ী ঘোষণা করা হয়েছে।” 

ফাতেমা খাতুন আরও বলেন, “কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রায় সব ইউনিয়নেই সুষ্🅠ঠু ও অবাধ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে। যে প্রার্থীর সমর্থক 💦বিশৃঙ্খলার চেষ্টা করেছে তাকে শাস্তির আওতায় আনা হয়েছে।”