নির্বাচনী সহিংসতায় দুই জেলায় নিহত ৪

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১, ০২:১৭ পিএম

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই জেলায় সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে নরসিংদীর রায়পুꦯরায় তিনজন এবং কক্সবাজারে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। প্র🐻তিনিধিদের পাঠানো খবর: 

নিহতরা হলেন রায়পুরায় উপজেলার বাঁশগাড়ি এলাকার হেকিম মিয়ার ছেলে মো. সালা꧂উদ্দিন (৩০), একই এলাকার জাহাঙ্গীর (২৬), দুলাল মিয়া (৫০) এবং কক্সবাজার সদর উপজে🅘লার খুরুশকুল ইউপির তেতৈয়া এলাকার আকতারুজ্জামান।

রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিত কুমার ঘোষ বলেন, আশরাফুল হক সরꦜকার বাঁশগাড়ি ইউপিতে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লী♔গের বিদ্রোহী প্রার্থী মোবাইল ফোন প্রতীকের জাকির হোসেন।

নির্বাচন নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ কর🍨ছিল। এর জের ধরে দুই গ্রুপের মধ্যে বুধবার (১০ নভেম্বর) সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সারা রাত থেমে থেমে সংঘর্ষ চলে।

সহকারী পুলিশ সুপার আরও বলেন, বৃহস্পতিবার ভোরে আবার সংঘ🍷র্ষ হলে গুলিবিদ্ধ হয়ে সালাউদ্দিন মারা যান। তিনি নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল সরকারের সমর্থক ছিলেন বলে এলাকাবাসী জানিয়েছেন। সংঘর্ষে জাহাঙ্গীর ও দুলাল মিয়া নামের আরও দুইজন নিহত হন। 

সালাউদ্দিনের স্ত্র💛ী আকলিমা আক্তꦯার বলেন, “ভোরে গুলিবিদ্ধ হয়ে আমার স্বামী মারা যায়।”

এদিকে কক্সবাজারে ভোট চলাকালে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন। সকালে সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে꧃র তে⭕তৈয়ায় এ ঘটনা ঘটে। কক্সবাজার র‍্যাব-১৫-এর সিপিএসসি কমান্ডার মেজর মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আকতারুজ্জামান খুরুশক🍒ুল ১ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী (বর্তমান মেম্বার) শেখ কামালের ছোট ভাই।

এক প্রত্যক্ষদ🎐র্শী জানান, ভোট চলাকালীন ওই ওয়ার্ডের মেম্বার প্রার্থী বাবুলের🙈 সমর্থকরা ব্যালট পেপার আলাদা করে সিল মারার চেষ্টা করলে অপর মেম্বার প্রার্থী শেখ কামালের ভাই আকতারুজ্জামান বাধা দেয়। একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।