গাজীপুরের কাপাসিয়ায় পোলট্রি খামারে মুরগি কিনতে যাওয়ার পথে জাকিরুল হোসেন (২০) নামের এক তরুণকেܫ গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) ﷽রাতে কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঘটনা ঘটে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে হৃদয় মিয়া (৩২) নামের এক পিকআপ ভ্যানচালককে আট♌ক করেছে পুলিশ। হৃদয় মিয়া কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মাধখোলা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। ঘটনায় জড়িত আরও দুই সহযোগীকে আটকের চেষ্টা চলছে।
নিহত জাকিরুল হোসেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সাহেবনগর🌜 গ্রামের আবদুল খালেকের ছেলে। গাজীপুর নগরের জয়দেবপুর বাজারে তার ভগ্নিপতির মুরগির আড়তে কাজ করতেন তিনি।
নিহতের স্বজনরা জানান, জাকিরুলকে তার ভগ্নিপতি মাসুদ মুরগি কেনার জন্য নগদ এক লাখ ২০ হাজার টাকা দেন। ওই টাকা নিয়ে শনিবার সন্ধ্যায় প্রতিষ🎉্ঠানটির পিকআপ ভ্যানযোগে জয়দেবপুর বাজার থেকে কাপাসিয়া উপজেলার চালাবাজার রওনা হন।
জা🎀কিরুলের ফুফাত ভাই আজিজুল হক জানান, রাত সাড়ে ৯টা পর্যন্ত জাকিরুল পোলট্রি খামারে না পৌঁছায় মাসুদের সন্দেহ হয়। পরে পিকআপ ভ্যানচালক হৃদয়কে ফোন দিলে ‘পাঁচ মিনিটে পৌঁছে যা🦋বেন’ বলে জানান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল। এর প্রায় আধা ঘণ্টা পর জাকিরুলের গলাকাটা মরদেহ উদ্ধারের খবর পান তারা।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, কাপাস💜িয়া বাসস্ট্যান্ড এলাকায় পিকআপভ্যান থামিয়ে চালক ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে আশপাশের মানুষকে জানান। ওই সময় চালকের পাশের আসনে জাকিরুলের মরদেহ বস🐭া অবস্থায় রাখা ছিল। খবর পেয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ছিনতাইয়ের গল্প শুনে সন্দেহ হলে চালক হৃদয় মিয়াকে আটক করে পুলিশ। তার কাছ থেকে নগদ ৪৯ হাজার টাকা জব্দ করা হয়।
ওসি) মো. কামাল হোসেন আরও বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে এ হত্যাকাণ্ডের ঘটনায় অজ্ঞাতপরিচয় আরও দুইজন জড়িত রয়েছে বলে তথ্য রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।