নিয়ন্ত্রণে আসেনি এলপিজিবাহী জাহাজের আগুন, তদন্ত কমিটি গঠন

কক্সবাজার প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৪, ০৩:৩৩ পিএম

কক্সবাজারের কুতুবদিয়ার পশ্চিমে বঙ্গোপসাগরে নোঙর করা এলপিজিবাহী ‘সোফিয়া’ নামের লাইটারেজ জ𓂃াহাজে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। 

রোববার (১৩ অক্টোবর) দুপুর ২টায় এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ কোস্টগার্ড ইস্ট জোনের জোনাল কমান্ডার ক্ᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚযাপ্টেন জহিরুল হক। তিনি জানান, গ্যাসভর্তি থাকায় ট্𒅌যাংকারের আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি।

ক্যাপ্টেন জহিরুল হক আরও জানান, বসুন্ধরা গ্রুপের মালꦯিকানাধীন বি-এলপিজি সোফিয়া ট্যাংকারে আগুন লেগেছে। এই ট্যাংকার মাদার ভেসেল ক্যাপ্টেন নিকোলাস থেকে এলপিজি পরিবহন করছিল।

এ ঘটনা তদন্তে নয় সদস্যের একটি কমিটি গঠন করেছౠে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কমিটির প্রধান করা হয়েছে বন্দরের সদস্য (হার্বার অ্যান্ড মেরিন) কমোডর এম ফজলার রহমানকে।

এই কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্র꧒তিবেদন দাখিল করতে বলা হয়েছে।

কমিটিতে নৌবাহিনী, কোস্টগার্ড, ফ♏ায়ার সার্ভিস ও স🌳িভিল ডিফেন্স, ডিজিএফআই, এনএসআই, নৌপরিবহন অধিদপ্তরসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিরা আছেন।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ𝔍্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, তাদের তিনটি অগ্নিনির্বাপক টাগবোট কাণ্ডারি ৩, ৪ ও ১০ আগুন নেভাতে কাজ করে যাচ্ছে।

আগুন লাগার আগে মাদার ভেসেল ক্যাপ্টেন নিকোলাস থেকে এলপিজি নেওয়া হচ্ছিল বি-এলপিজি সোফিয়ায়। এরই মধ্যে আগুন লেগে গেলে মাদার ভেসেলের সঙ্গে বি-এলপিজি সোফিয়াকে বেধে রাখা 💧দড়িটি ছিঁড়ে যায় এবং ট্যাংকারটি উন্মুক্ত অবস্থায় ভাসতে ভাসতে বেশ দূরে চলে যায়। আগুন লাগে ক্যাপ্টেন নিকোলাসেও। 

ওমর ফারুক জানান, “মাদার ভেসেলের আগুন ভোররাত ৩টার আগেই নিয়ন্ত𒈔্রণে আনা সম্ভব হয়🦄েছে।”

ট্যাংকারের ১৮ জন ক্রু, দুজন মুরিং ম্যান, তিনজন প্রহরী এবং মাদার ভেসেল থেক🉐ে সাগরে ঝাঁপ দেওয়া আটজন বন্দর নিরাপত্তারক্ষীকে উদ্ধার করা হ🔜য়েছে বলে জানান ক্যাপ্টেন জহিরুল।

ক্রুদে♏র মধ্যে নয়জন বাংলাদেশি, আটজন ইন্দোনেশিয়ান𒆙 এবং একজন ভারতীয়।

মাদার ভেসেল থেকে বি-এলপিজি সোফিয়ায় এলপিজি নেওয়ার সময় বসুন🐲্ধরা গ্রুপেরই আরেকটি টাগবোট কাছাকাছি অবস্থানে ছিল। দুর্ঘটনার 🗹খবরে এই টাগবোটটিই প্রথম এগিয়ে যেতে সক্ষম হয় এবং ৩১ জনকে উদ্ধার করে।

টা🔥গবোটের মাস্টার মো. নজরুল ইসলাম বলেন, ‍‍`আমরা হাফ নটিক্যাল মা♚ইলের মধ্যেই ছিলাম। খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছে দেখতে পাই দুটি জাহাজেই আগুন ধরেছে। আমার ধারণা মাদার ভেসেল ক্যাপ্টেন নিকোলাসের ক্রুরাই সেখানে লাগা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছিলেন।‍‍`

ক♍্যাপ্টেন জহিরুল জানান, কোস্টগার্ড রাত ১২টা ৫৫ মিনিটে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই অগ্নিনির্বাপক টাগবোট প্রমত্ত, একটি টহল বোট ও আটটি স্পিড বোট নিয়ে উদ্ধারকাজ শুরু করে। নৌবাহিনীও অগ্নিনির্বাপক টাগবোট পাঠিয়েছে।

তিনি বলেন, “ট্যাংকা🔯রের সঙ্গে বাঁধা দড়িটি ছিঁড়ে যাওয়ায় মাদার ভেসেল নিরাপদ আছে।”