সাবেক ফুটবল অধিনায়ক মামুনুলের বাড়িতে হামলা

চট্টগ্রাম প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৪, ০৮:৫৯ এএম

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুনের চ🐷ট্টগ্রামের বাড়িতে হামলা হয়েছে। মামুন জানিয়েছেন, হামলাকারীদের দুজন আওয়ামী লীগের নেতা, দুজন বিএনপির।&𓆏nbsp;

শুক্রবা🐬র (৬ সেপ্টেম্বর) মধ্যরাতে🍃 গণমাধ্যমকে মামুনুল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

মূলত জায়গা দখল করতে আসা একদল দুর্বৃত্তকে বাধা দেওয়ার পর শুক্রবার রাতে মামুনুলের বাড়িতে হামলা𓆉 করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রামের সদরঘাটে 🐻নিজ বাড়িতে অবস্থান করছেন৷ 

সেখান থেকেই ঘটনার বর্ণনা দেন মামুনুল ইসলাম মামুন । তিনি বলেন, “বেশ কয়েকজনের একটা সন্ত্রাসী গ্রুপ আমার বাসায় হামলা করে। তার আগে তারা জায়গা দখল করতে গেলে আমি বাধা দেই। সেজন্যই তারা অতর্কিতভাবে আমার বাসায় হামল🍌া চালায়।”

কারা হামলা করেছে চিনতে পেরেছেন? এমন প্রশ্নের উত্তরে মামুনুল বলেন, “কামাল, ম൲ুক্তি, ওয়াদুত এবং ফয়সাল। দুজন আওয়ামী লীগের নেতা, দুজন বিএন🎃পির। তারা মাদক কারবারেও জড়িত।”

এ বিষয়ে বিস্তারিত জানতে রাতেই চট্টগ🦄্রামের সদরঘাট থানার 𝕴ওসিকে ফোন দিয়েও পাওয়া যায়নি।

এর আগে নিজের ফেসবুক স্ট্যাটাসে হামলার খবর জানান মাম🦩ুনুলের ঘনিষ্ঠ বন্ধু সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি।