জয়ের বিকল্প নেই টাইগারদের 

ফারজানা ববি প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১, ০৩:০৩ পিএম

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাত্র ৬ রানের আক্ষেপ বাংলাদেশ শিবিরে। স্কটল্যান্ডের বিপক্ষে ৬ রানে হেরে না গেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে বেশ ফুরফুরে মেজাজেই মাঠে নামত টাইগাররা। কিন্তু তা আর হচ্🌸ছে না। বেশ চাপ নিয়েই খেলতে হবে বাংলাদেশকে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয় ছাড়া বিকল্প চিন্তা করার সুযোগ নেই মাহমুদউল্লাহদের।

গ্রুপ 'বি' এর নিজেদের প্রথম ম্যাচে ওমান হারিয়ে দিয়েছে পাপুয়া নিউ গিনিকে। আজকের ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিতে পারলে তারা জয়ের পাশাপাশি নেট রান রেটেও এগিয়ে থাকবে। সুতরাং স্বাগতিক হিসেবে ঘরের মাঠে বিশ্বকাপে ইতিহাস গড়তে মরিয়া হয়ে জিততে চাইবে তারা। 

অন্যদিকে, বাংলাদেশের পরাজয়ের অর্থ তাদের কেবল টুর্নামেন্ট থেকে ছিটবে দেবে। টুর্নামেন্টে ট✅িকে থাকার জন্য রান রেটের যেটুকু হিসেব বাকি থাকবে, সেসব তেমন কোনো গুরুত্ব বহন করে না বা বলা চলে অনিশ্চিত হিসেব।

স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ওপেনারদের দ্রুত বিদায়ের পর সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম বেশ সময় নিয়🅷েছেন দলের হাল ধরতে। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটও সঠিক সময়ে জ্বলে উঠতে পারেনি। লোয়ার অর্ডার ব﷽্যাটসম্যানদের কেউও থিতু হতে পারেননি। 

দলের প্রয়োজনে সৌম্য সরকার ও লিটন দাসের 'মেধাবী' ক্রিকেটার থেকে বেরিয়ে ধারাবাহিক পারফর্মার হওয়া খুব প্রয়োজন। যদিও বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জানিয়েছেন ওপেনিং ব্যর্থতা কাটাতে নাঈম শেখকে ফেরাচ্ছেন দ্বিতীয় ম্যাচে। সৌম্য'র জায়গায় ফিরতে পারেন নাঈম।

বাংলাদেশের বোলিং আক্রমণ ভরসা করার মতো হলেও মাঝেমধ্যেই ঘটে ছন্দপতন। স্কটল্যান্ডেꦆর বিপক্ষে প্রথম ১২ ওভার ভালো বল করলেও শেষ ৮ ওভারে প্রতিপক্ষকে বেশ রান উপহার দেন বাংলাদেশের বোলাররা। তাতেই বিপদ ডেকে আনেন তারা। ফলে ব্যাটসম্যানদের ভুঁগতে হয়। ফল🦋াফল ম্যাচ হাতছাড়া।

প্রথম ম্যাচে বাংলাদেশ শিবিরে যে ছোট বিষয়গুলোতে ভুল-ভ্রান্ত🔯ি ছিল, সেসব চোখের সামনে সুস্পষ্ট। দুর্বলতাগুলো কাটিয়ে গোছানো একটা টিমওয়ার্কই পারবে বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা চলমান রাখতে। তা এখন দেখার পালা। বাংলাদেশ সময় রাত আটটায় খেলোয়াড়দের পরিকল্পনা মাঠে বাস্তবায়ন করতে পারেন কিনা? 

আরও সংবাদ