কলকাতার অধিনায়ককে নিয়ে প্রশ্ন তুলছেন শেবাগ  

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ০৫:৫৬ পিএম

অধিনায়ক যেখানে সামনে থেকে নেতৃত্ব ♏দিয়ে এগিয়ে নেন দলকে, সেখানে ঠিক উল্টো হয়েছে কলকাতা নাইট রাইডার্সের। তাই সুদীর্ঘ ৭ বছর পর আবারও আইপিএলের ফাইনালে উঠলেও অধিনায়কের বাজে পাইরফরম্যান্সের কারণে দুশ্চিতায় কলকাতা ভক্তরা। শুধুমাত্র অধিনায়কত্ব না, আগামী মৌসুমে দলে থাকতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।

কলকাতার এমন আচরণে দ্বিমুখীতা দেখছেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ। তার মতে বাজে পারফরম্যান্সের পরেও কেন মরগানকে অধিনায়কতಌ্ব থেক🤪ে সরিয়ে দিল না কলকাতা। যেখানে গত মৌসুমে আইপিএলের মাঝপথে দীনেশ কার্তিককে সরিয়ে দিয়েছিল অধিনায়কের পদ থেকে। 

এ বিষয়ে শেবাগ বলেন, ‘‘কেকেআর-এর অধিনায়ক তো ২০-২৫ রানও করতে পারছেন না। এই আসরে উনি কিছুই করতে পা💧রেনি। দীনেশ কার্তিককে গত বার মাঝপথে সরিয়ে দিয়🔜েছিল কলকাতা। তাহলে মরগানের ক্ষেত্রেও সেটা করা হবে না কেন? আমি নিশ্চিত নই, তাকে পরের বছর নিলামে রাখা হবে কিনা।’’

একথা বলেই থামেননি শেবাগ। মরগানের কাছ থেকে কলকাতা কিছুই পায়নি জানিয়ে শেবাগ বলেন, ‘‘তিনি আর কখনও কলকাতার হয়ে খেল🐷বে কিনা তা বলতে পারছি না। কারণ, কথা বলা ছাড়া তো আর কোথাও কিছু করেনি তিনি। অধিনায়ক হলে তো রানও করতে হবে। এখনও পর্যন্ত ওর কাছ থেকে মনে রাখার মতো কিছু প𒐪াইনি।’’

এবারের আইপিএলে এখনও পর্যন্ত ১৬টি ম্যাচ খেলেছেন মরগান। যার মধ্যে ১১.৭২ গড় ও ꦜ৯৮.৪৭ স্ট্রাইক রেটে  ১২৯ রান করেছেন মরগান। 

শুক্রবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কলকাতা ন𓆉াইট রাইডার্স। 

আরও সংবাদ