দর🗹জায় কড়া নাড়ছে বিশ্বকাপ। ১৭ অক্টোবর থেকে শুরু হবে এবারের বৈশ্বিক আসর। মেগা এ ইভেন্টꦦে প্রথমবারের মতো থাকছে ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস)। এমনটাই জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হওয়া এ বিশ্বকাপে প্রতিটি ♛দল প্রতি ইনিংসে সর্বোচ্চ দুটি করে রিভিউ ব্যবহার করতে পারবে। গত বছরের জুনে আইসিসির গভর্নিং বডি জানিয়েছিল 🌊যে কম অভিজ্ঞতা সম্পন্ন আম্পায়াররা দায়িত্ব পালন করতে পারে, সে জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।
আইসিসির ২০১৬ সালের টি-টোয়ে🐻ন্টি বিশ্বকাপেও ছিল না ডিআরএস। ওয়ানডে ও টেস্টে এখন যথাক্রমে দুটি ও তিনটি করে রিভিউ নিতে পারে প🌞্রতিটি দল।
এছাড়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচের জন্য ন্যূনতম ওভারের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপের 🍷গ্রুপ পর্বে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ🦂্য কমে গেলে প্রতিটি দলকে সর্বনিম্ন পাঁচ ওভার ব্যাট করতে হবে।
তবে সেমিফাইনাল ও ফাইনালের জন্য থাকছে আলাদা নিয়ম। এই ম্যাচগুলোতে প্রতিটি দলকে কমপক্ষে ১০ ওভার ব্যাট করতে হবে। তবে এবারই প্রথম এই নিয়ম দেখা যꦬাচ্ছে না। গত বছর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও এমনটা দে𓄧খা গিয়েছিল।
১৬ দলের অংশগ্রহণে এবারের বিশ🍬্বকাপে মোট ম্যাচ হবে ৪৫টি। ১৭ অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। বিশ্বকাপের পর্দা নামবে আগামী ১৪ নভেম্বর।