দুর্দান্ত প্রত্যাবর্তন সাকিবের  

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১, ০৯:৫৭ পিএম

এবারের আইপিএলের প্রথম তিন ম্যাচ🌳ে জায়গা পেলেও শেষদিকে এসে জায়গা পাচ্ছিলেন না সাকিব আল হাসান। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে একাদশে জায়গা পেয়েই নিজের জাত চেনালেন সাকিব। সাকিবের নৈপুণ্যে মাত্র ১১৫ রান করতে পেরেছে স🐲ানরাইজার্স হায়দরাবাদ। 

রবিবার (৩ অক্টোবর) দুবাইয়ে টসে জিতে ব্যাট করার সিদ🍒্ধান্ত নেয় হ♛ায়দরাবাদ। ইনিংসের সপ্তম ওভারে প্রথমবারের সাকিবকে বোলিং আক্রমনে আনেন কলকাতার অধিনায়ক ইয়ন মরগান। নিজের ওভারে মাত্র ৪ রান দেন সাকিব। সে ওভারের পঞ্চম বলে দুর্দান্ত থ্রোতে রান আউট করেন হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসনকে।

নবম ওভারে আবারও আক্রমণে আসেন সাকিব। এই ওভারেও মাত্র ৪ রান খরচ করেন💜। 

তবে সাকিবের উইকেটের আক্ষেপ মিটে যায় ইনিংসের একাদশ ওভারে। সে ওভারের প্রথ🍌ম বলে অভিষেক শর্মাকে স্ট্যাম্পিংয়ের ফাদে ফেলে সাজঘরে পাঠান সাকিব। এই ওভারে 💮মাত্র ২ রান খরচ করেন সাকিব।

সাকিব ১৩তম ওভারেই ব্যক্🅠তিগত চতুর্থ ও শেষ ওভার করেন। এই ওভারে ১০ রান খরচ করলেও ২০ রান দিয়ে ১ উইকেট নিয়ে বো🌺লিং শেষ করেন তিনি। 

নির্ধারিত𒈔 ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ১১৫ রান তুলেছে হায়দরাবাদ।&n🅘bsp;

আরও সংবাদ