আবুধাবিতে টি-টেন লিগের পঞ্চম আসরে বাং♌লাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফ্যাফ ডু প্লেস𒁏িস। চলতি মৌসুমে দলটির অধিনায়কের দায়িত্বে দেখা যাবে তাকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষে মাঠে গড়াবে এ আসর। চলতি বছরের ༺নভেম্বরে শুরু হয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহে শেষ হবে টুর্নামেন্টটি।
বাংলা টাইগার্সে যোগ দেওয়া নিয়ে রোমাঞ্চিত ডু প্লেসিস এক বিবৃতিতে বলেন, ‘এটি একটি উত্তেজনাপূর্ণ নতুন ফরম্যাট হতে যাচ্ছে। আমি এই লিগে বিশ্বের অনেক বর বড় তারকার সঙ্গে খেলব এবং বাংলা টাইগার্সের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য আমি ম🐠ুখিয়ে আছি। ক্রিকেট খেলার জন্য সামনে একটি রোমাঞ্চকর সময় আসছে।’
বাংলা টাইগার্সের মালিক মোহাম্মদ ইয়াসিন চৌধুরী বলেন, 'আমাদের দলে ফাফের মতো একজন বিশ্বমানের খেলোয়াড় থাকাটা দারুণ ব্যাপার। আমরা সবাই দক্ষিণ আফ্রিকার হয়ে বিভিন্ন ফরম্যাটে তার অনেক কীর্তি দেখেছি। তিনি একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। আমাদের দলে তাঁকে পাওয়াটা অনেক বড় সম্মানের। মাঠে এবং মাঠের বাইরে তিনি কী অর্জন করেছেন তা আমরা সবাই জানি। তাঁর কর্মই ক্রিকেটে তাঁর উজ্জ্বলতার কথা বলে। আমি বাংলা টাইগার্স পরিবারে ফাফকে আন্তরিকভাবে স্বাগত জানাই।’