একের পর এক সুখবর পেয়েই যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জুলাই মাসের সেরা খেলোয়াড়🌱 নির্বাচিত হয়েছেন সাকিব। এছাড়া আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আজই শীর্ষ স্থান ফিরে পাওয়ার পাশাপাশি বোলার র্যাঙ্কিংয়ে ১২তম স্থানে উঠে এসেছেন তিনি।
জুলাই মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে সাকিব হাꦡরিয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন🍨্ডিজের হেইডেন ওয়ালশকে।
জুলাই মাসে জিম্বাবুয়েতে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলে সাকিব। এ সময়ে ৭ ম্যাচে ১৬টি উইকেট ও ব্যাট হাতে ১৮৫ রান করেন তিনি। এ অনবদ্য পারফরম্যান্সের ফলস্বরূপ এ পুরস্কার জিতলেন সা🎶কিব।
আগস্ট মাসে সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজেও দুর্দান্ত খেলেছেন সাকিব। অলরাউন্ডিং পারফরম্যান🌳্সের দরুন জিতেছেন সিরিজ সেরার পুরস্কার।
সাকিবের আগে প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার জিতেছিলেন মুশফিকুর রহিম। 🦂তিনি মে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিতᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ হয়েছিলেন।