অবশেষে এক🐲 মাসের মধ্যে প্রথম জয়ের মুখ দেখতে পেল তারকাসমৃদ্ধ ফুটবল দল বার্সেলোনা। মঙ্গলবার রাতেꦡ স্পেনের লা লিগার এক ম্যাচে বার্সা ৫-১ গোলের বড় ব্যবধানে মায়োর্কাকে তাদের মাঠেই পরাজিত করেছে ফ্লিন্সের দল।
ম্যাচে বড় ধরনের পরিবর্তন এনে একাদশ সাজান বার্সা কোচ। পোল্যান্ডের রবার্ট লেওয়ানদভস্কিকে বিশ্রামে রেখে লামিনে ইয়ামালকে মাঠে নাম🥀ানো হয়। এমন পরিবর্তনের সুফল পায় বার্সেলোনা।
১২ মিনিটে তোরেসের গোলে এগিয়ে যায় মেসির সাবেক দল বার্সা। ৪৩ মিনিটে মুরিকি গোল করে সমতা আনেন। ৫৫ মিনিটে ব্রাজিল তারকা রাফিনহো পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন। ৭৬ মিনিটে রাফিনহো আবারও গোল করেন। ৭৯ মিনিটে ডি জং এবং ৮৪ মিনিটে ভিক্টর গোল করলে ৫ไ-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।
৩৭ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে বার্সা। ২ ম্যাআ কম খেলে ৩৩ পয়েন্𝐆ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। বার্সার কাছে পরাজিত হওয়া মায়োর্কা ২৪ পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে🍎।