এন্টিগা টেস্ট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ২০১ রানে হারল

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৪, ০৯:৫৯ পিএম
ম্যাচসেরা ওয়েস্ট ইন্ডিজের গ্রেভস। ছবি: সংগৃহীত

বাংলাদেশ দল এন্টিগা টেস্টে ২০১ রানে পরাজিত হয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৫০ রান করে সমাপ্তি ঘোষণ💫া করে। আর দ্বিতীয় ইনিংসে ১৫২ রানে অলআউট হয়। বাংলাদেশ প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৬৯ টান করে সমাপ্তি ঘোষণা করে। আর দ্বিতীয় ইনিংসে ২৩২ রানে সব উইকেট হারায়। বিজয়ী দলের গ্রেভস ১১৫ রান করেন আর ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো দক্ষ খেলোয়াড় ছাড়া খেলতে নেমে বড় ব্যবধানে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। তবে এই টেস্টে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ মোট ৮টি উইকেট নিয়ে কৃতিত্ব দেখাম।