বামনদের ভূখণ্ডে তাঁর মাথা ছাড়িয়ে গিয়েছিল সবাইকে। আবার তিনি নিজেও এতটাই উঁ🌠চু হয়ে গিয়েছিলেন যে সবাইকে বামন বানিয়ে ছেড়েছিলেন।
কিশোরীবেলায় তাঁর লেখায় ছিল আমাদের আনন্দের পৃথি🐬বী। কিছুটা বড়বেলায় তাঁর ছবি খুলে দিয়েছিল আমাদের ꧟মন। বাংলা হয়ে উঠেছিল আরও নিজের। বুঝেছিলাম, মানুষের অন্ত নেই।
পৃথিবীর এক ভাঙা কোণে ছবি বানিয়ে পৃথিবীর চলচ্চিত্রকে তুলে নিয়ে গিয়েছ🐻িলেন অনেক ওপরে।
আজ সত্যজিৎ রায়ের ১০২তম জন্মদিন। আমরা এখনো ফিরে আসছি তাঁর ছবির কাছে। একশ বছর পরে বোধ করি আরও বেশি𝔉 করে ফিরে আসতে হবে।