কিছু মৃত্যুর দায় রাষ্ট্রকেও নিতে হবে। এই দেশে সরকার আয়কর নেয়। কিন্তু কর দেওয়ার উ♕পকারিতা কী? শেষ জীবনে যখন কর দেওয়া লোকটি একা হয়ে পড়ে, তার আয়ের পথ বন্ধ হয়ে রিক্ত হস্ত থাকে, রাষ্ট্র কি তাকে দুই পয়সা ༒দেয়? পাশে দাঁড়ায়?
বেন🦋িফিট না দিয়ে জেল-জুলুমের ভয় দেখিয়ে কর নেওয়াটা চরম অন্যায়। কর আদায় করব উন্নত দেশের আদলে, কিন্তু বিনিময়ে সেসব রাষ্ট্রের মতো নাগরিকদের দুর্দিনে কোনো কাজেই আসব না, তার দেওয়া করের বিনিময়ে প্রত্যক্ষভাবে তার কোনো উপকারই করব না—এমন রাষ্ট্রীয় নীতি, কর আদায় প্রক্রিয়ার সঙ্গে জড়িত সবাই পরজীবনে জাহান্নামি হতে বাধ্য।
বৃদ্ধ বয়সে স্বজন পাশে থাকবে, এটা সবার কামনা, না থাকলে কী যায় আসে! 𒀰রাষ্ট্র পাশে থাকলে, মানুষ একা হয় না। মানসিক রোগী হয়ে শেষ জীব💜নে আত্মহত্যার প্রয়োজন পড়ে না। কিছু মৃত্যুর দায় রাষ্ট্রকেও নিতে হবে।