একটু একটু করে খালি হয়ে যাচ্ছে আমাদের চেনা ভুবন

তসলিমা নাসরিন প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১, ১০:০৭ এএম

বাংলাদেশের খুব কম লেখকের লেখাই আমি পছন্দ করি। হাতে গোনা যে ক’জনের লেখা আমার ভালো লাগে, তার মღধ্যে হাসান আজিজুল হক অন্যতম। তিনি চলে গেলেন আজ রাতে। একটু একটু করে খালি হয়ে যাচ্ছে আ𝓰মাদের চেনা ভুবন। 

মনে পড়ছে সেই দিনগুলোর কথা, হাসান আজিজুল হক ছিলেন রাজশাহী ব⛎িশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে, সম্বর্ধনা দিয়েছিলেন। তখন সম্ভবত ১৯৯১ বা ১৯৯২ সাল। 

বিদায় বলতে ইচ্ছে করে না, তবু বলতেই হয়।