অ্যাপলের ‘এক টুকরো কাপড়’ মাত্র ১৬২৫ টাকায়!

দেওয়ান জামিলুর রহমান প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১, ০৭:৪৭ পিএম

“দামে কম মানে ভালো” – এই  ধারণায় বিশ্বাসী নয় অ্যাপল। “জিনিস যেটা ভাল, দাম তার একটু বেশিই।&rd🔥quo; – বিশ্বখ্য🔥াত প্রযুক্তি প্রতিষ্ঠান যেন সবসময় গ্রাহকদের এই বার্তাই দিতে চায়।

অতিরিক্ত দামের কারণে সামাজিক মাধ্যমে কম সমালোচনা সইতে হয় না অ্যাপলকে। অনেকেই মজা করে বলেন, আইফোন কেনার জন্যে♓ হয়তো নিজের কিডনি বিক্রি করতে হবে। তবে সেদিকে কর্ণপাত করার সময় নেই অ্যাপলের। বিশ্বের সব🌸চেয়ে দামী ব্র্যান্ড হিসেবে গ্রাহককে সর্বোচ্চ সেবা দেওয়াই তাদের প্রতিশ্রুতি।

গুনগত মান কিংবা অত্যাধুনিক ফিচার বিবেচনায় আইফোন, আইপ্যাড আর ইয়ারপডের দাম বেশি হলেও কিছুটা ছাড় দেয়া যায়। কিন্তু এক টুকরো কাপড়ের দাম যখন অ্যাপল ১৬২৫ টাকা রাখত꧒ে চায়, তখন কপালে ভাজ পড়াটাই স্বাভাবিক।

তবে ঘটনা সত্য। আইফোন ১৩ আর নতুন আইপ্যাডের রেশ কাটতে না কাটতেই নতুন পণ্য বাজারে এনেছে টেক জায়ান্ট অ্যাপল। দেখতে মামুলি কাপড় মনে হলেও, অ্যাপলের ডিভাইসের ডিসপ্লে মোছার জন্য মাইক্রোফাইবার সমৃদ্ধ এই ‘পলিশিং ক্🐽লথ’ এর দাম রাখা হচ্ছে ১৯ ডলার বা বাংলাদেশী মুদ্রায় ১ হাজার ৬২৭ টাকা।

বাংলাদেশিদের কাছে ‘নেকড়া’ সদৃশ এই বস্তুটি আদতেই বিশেষ কিছু বলে দাবি করছে অ্যাপল। যদিও এর বিশেষত্ব সম্পর্কে এখনও বিসꦬ্তারিত উদঘাটন করা যায়নি। তবে অ্🌊যাপল শপের ওয়েবসাইটের তথ্য বলছে, এই কাপড়টি অত্যন্ত নরম এবং ‘ননঅ্যাআব্রেসিভ ম্যাটেরিয়াল’ সমৃদ্ধ। অর্থাৎ এটি কোন ধরণের আঁচড় না কেটেই যেকোন স্পর্শকাতর পৃষ্ঠ বা স্ক্রিন পরিষ্কার করতে সক্ষম।

ত্বকের যত্নে লাখ টাকা খরচ করা গেলে লাখ টাকার অ্যাপল গ্যাজেটের জন্য ‘মাত্র’ ১৬২৫ টাকা তো খরচ করাই যায়! অতএব আপনার মূল্যবান আইফোন, ম্যাকবুক, আইপ্যাড কিংবা অ্যাপল ওয়াচের ডিসপ্লে পরিষ্কার করতে সস্তা কাপড় ব্যবহারের দিন শেষ। অ্যাপল স্টোর থেকে নতুন ‘পলিশিং ক্লথ’।

সমাল🤡োচকেরা হয়তো বলবেন, বাজারে ১০ টাকা থেকে ১০০ টাকাতেও ডিসপ্লে মোছার কাপড় পাওয়া যায়। তবে, সেখানে অ্যাপলের লোগো থাকে না।