আইফোনে নতুন আইওএস১৫ আপডেট পাবেন যেভাবে

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২, ২০২১, ০৯:৩৩ পিএম

আইফোনের জন্য নতুন অপারেটিং সিস্টেম আপডেট যুক্ত করেছে অ্যাপল। আইওএস১৫ সংস্করণে যুক্ত হয়েছে বেꦡশ কিছু নতুন ফিচার।

ফেসটাইম ও মেসেজেস ছাড়াও লাইভ টেক্সট ফাংশন যুক্ত💮 হচ্ছে নতুন আইওএসে। এছাড়াও শেয়ারপ্লে ফিচারের মাধ্যমে ফেসটাইমে বন্ধু ও পরিবারের সঙ্গে নিজের স꧂্ক্রিন শেয়ার করে দেখা যাবে সিনামে, গান, অনুষ্ঠানসহ নানা কিছু।

এবারের আপডেটে ফেসটাইমে যুক্ত হতে পারবেন কম্পিউটার ও অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা। ম্যাপস, ফটোস ও ওয়েদার অ্যাপেও যুক্🙈ত হয়েছে নতুন ফি꧋চার।

লাইভ টেক্সটে গুগল লেন্সের মতো ক্যামেরার মাধ্যমে চারপাশের বিভিন্ন ছবি, লেখা ও ফোনের স্ট্ক্রিনশট স্ক্যান করে সেখান থেকে টেক্সট 🍸নিয়ে সম্পাদনা, অনুবাদ ও শেয়ার করা যাবে। আইফোন ৬ থেকে শুরু করে নতুন আইফোন ১৩ মডেল ও আইপ্যাডে ব্যবহার করা যাবে আইওএস১৫।

আইওএস১৫ আপডেট পেতে শুরুতে অ্যাপল ডিভাইসটি ১💮০০ ভাগ চার্জ করে নিতে হবে। এরপর ভালো সিগন্যালযুক্ত যুক্ত স্থানে গিয়ে ওয়াইফাই নেটওয়ার্কে যুক্ত করতে 🌳হবে ফোনটি।

সেটিংস থেকে জেনারেল অপশনে গিয়ে সফটওয়্যার আপডেট অপশনে যেতে 🌼হবে এবার। এবার ডাউনলোডে ও সবশেষে ইনস্টল চেপে অ্যাপল সা✤র্ভারের সঙ্গে যুক্ত হতে হবে। এরপর নির্দেশনা অনুযায়ী আপডেট করতে হবে ডিভাইসটি।