আইফোন ১৩ এর সঙ্গে আইপ্যাডের আরও দুটি নতুন মডেল বাজারে আনছে টেক জায়ান্ট অ্যাপল। এর মধ্যে রয়েছে নবম সংস্করণ আইপ্যাড নাইন্থ জেন ও আইপ্🔯যাড মিনি।
💝বছরের শুরুতে বাজারে আসা আইপ্যাড প্রো। তবে নতুন আইপ্যাড ও আইপ্যাড মিনিতে রয়েছে নতুন আপগ্রেড। দামেও সাশ্রয়ী। নতুন আইপ্যাড ও আইপ্যাড মিনিতে রয়েছে বেশ কিছু নতুন ফিচার।
অ্যাপল আইপ্যাড মিনি
গ্রে, পিঙ্ক, পার্পল আর স্টারলাইট এই চার𝔍টি রঙে পাওয়া যাবে আইপ্যাড মিনি। আগের আইপ্যাডের চাইতে এটি ৪০ শতাংশ দ্রুত কাজ করতে সক্ষম।
এতে আছে ৮ দশমিক ৩ ইঞ্চির লিকুইড রেটিনা ডিসপ্লে ও অ্যাপলের অত্যাধুনিক এ১৫ বায়োনিক চিপসেট। ভিডিও কনফারেন্সের সুবিধার জন্য এতে যুক্ত হয়েছে নতুন প্রযুক্তির ওয়াইড 🦄অ্যাঙ্গেল ক্যামেরা।
আইপ্যাড মিনির উপরে রয়েছে টাচ আইডি সাপোর্টেড পাওয়ার বাটন। নিচে রয়েছে চার্জ দেওয়ার জন্য দ্রুতগতির ইউএসবি টাইপ-সি পোর্ট। ৫জি নেটওয়ার্কের সঙ্গে এতে অ্যাপলের টাচ পেনও ব্যবহার করা যাবে।
অ্যাপল আইপ্যাড
অ্যাপলের বিখ্যাত ১০ দশমিক ২ ইঞ্চির আইপ্যাডেরও একটি নতুন মোডেল বাজারে আসছে। ꦦএর নবম সংস্করণ, আইপ্যাড নাইন্থ জেনে থাকছে এ১৩𝔉 বায়োনিক চিপসেট।
২৫৬ জিবি থেকে ৬৪ জিবি স্টোরেজ সুবিধা থাকছে নতুন আই💫প্যাডে। একবার চার্জে সারাদিনের চলবে 💎এটি।
সেন্টার স্টেজ ও অ্যাম্বিয়েন্ট লাইট সেন🐼্সর ফিচারের মত বেশ কিছু নতুন সুবিধা যো🌠গ হয়েছে এতে।