মোবাইল নেটওয়ার্ক🎃ের সমস্যার কারণে বিপ♌দের সময় ফোন করতে কিংবা মেসেজ পাঠাতে গিয়ে কমবেশি সবাইকেই ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে ভবিষ্যতে এ সমস্যা থেকে কিছুটা রেহাই মিলবে আইফোনে।
ব্লুমবার্গের জানায়, অ্যাপলের নতুন মডেলের স্মার্টফোনগুলো সেলুলার নেটওয়ার্ক ছাড়াও কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে ফোনকল কিংবা মেসেজ পাঠাতে পারবে। তবে জরুরি প্রয়োজন ছাড়া এবং বিশ্বের সব অঞ্চলে এই সুযোগ থাকছে না বলে জানিয়েছেন অ্যাপল বিশ্লেষক ওয়েবসাইট ম্যাকরিউমার্স।
ফোন♔ের নেটওয়ার্ক নꦜা থাকলে স্যাটেলাইটের মাধ্যমে বার্তা পাঠানোর জন্য আবেদন করা যাবে নতুন আইফোনে। এরপর অ্যাপ থেকে জানতে চাওয়া হবে আপনি ঠিক কি ধরনের সমস্যায় পড়েছেন। সে অনুযায়ী আইফোনে সেভ করে রাখা জরুরি ফোন নম্বরগুলোতে যোগাযোগের সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
স্যাটেলাই🅘টের মাধ্যমে পাঠানো এই মেসেজের মাধ্যমে গাꩵড়ি, নৌযান, বিমান দুর্ঘটনা কিংবা অগ্নিকাণ্ডের কবলে পড়লেও সাহায্য চাওয়া যাবে।
এর জন্য বিশেষ প্রযুক্তির কোয়ালকম এক্স৬০ চিপ যুক্ত করা হবে আইফোনে। যদিও আইফোন ১৩-তে এই সুবিধা থাকবে কি ন👍া, সেটি এখনো নিশ্চিত করেনি অ্যাপল।