ভারতে ফাইভ-জি সেবা চালু হচ্ছে ১ অক্টোবর

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২, ০৪:২৯ পিএম

ভারতে ফাইভ-জি সেবা চালু করতে যাচ্ছে নরেন্দ্র মোদির সরকার। এনডিটিভি জানায়, আগামী ১ অক্টোবর এই সেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সম𒈔্প্রতি এক টুইটার বার্তায় এমন ঘোষণা দিয়েছে ভারতের ব্রডব্যান্ড মিশন।

ভারতের তথ্য ও যোগাযোগমন্ত্রী অশ্বিনি বিষ্ণু জানিয়েছ⭕েন, খুব অল্প সময়ের মধ্যে ভারতের ৮০ শতাংশ এলাকাকে ফাইভ-জি সেবার আওতায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে কাজ করছে🎀ন তারা।

মন্ত্রী বিষ্ণুর মতে, এই সেবা ভারতে বে♑শ সাড়া জাগাবে। তা ছাড়া অন্য দেশগুলো যেখানে ৪০ বা ৫০ শতাংশ কভারেজ আনতেই বছরের পর বছর পার করে দিচ্ছে, সেখানে অল্প সময়ের মধ্যেই ভারতের ৮০ꦕ শতাংশ এলাকা ফাইভ-জির আওতায় নিয়ে আসাকে যুগান্তকারী হিসেবে দেখছেন তিনি।

২০৩০ সালের মধ্যে ভারতের এক-তৃতীয়াংশ মোবাইল ব্যবহ🍷ারকারীকে ফাইভ-জি সেবার আওতায় আনা যাবে বলে দাবি করেছে জিএসএমএ। ⭕সংস্থাটি জানায়, ভারতের ৭৯ শতাংশ ব্যবহারকারী এখন ফোর-জি সেবার আওতায় আছেন। ফলে তারা ফাইভ-জি সেবা গ্রহণের জন্য প্রস্তুত আছেন।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, মোবাইল যোগাযোগের সবচেয়ে উন্নত এই প্রযুক্তিটি𓄧 ভারতের উৎপাদন, বিপণন ও কৃষি খাতের প্রবৃদ্ধিতে অবদান রাখবে যথাক্রমে ২০, ১২ ও ১১๊ শতাংশ। ফলে ফাইভ-জি সেবা চালু হলে ২০২৩-২০৪০ সালের মধ্যে ভারতের অর্থনীতিতে যুক্ত হবে প্রায় প্রায় ৫০০ বিলিয়ন ডলার।