নতুন আইফোনসহ অ্যাপল ইভেন্টের ৮ চমক

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২২, ১২:৩০ পিএম

প্রযুক্তিপ্রেমীদ✃ের জন্য বছরের সবচেয়ে বড় আকর্ষণ অ্যাপল ইভেন্ট। প্রতিবছরের মতো এꦉবারও তাদের হতাশ করেনি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল।

স্থানীয় সময় বুধবার (৭ সেপ্টেম্বর) যু✱ক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক অনলাইন অনুষ্ঠানে অ্যাপলের নতুন সব গ্যাজেট নিয়ে হাজির হন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী টিম ও🐼 অন্যকর্মকর্তারা।

এবার আইফোন ইভ♈েন্টে আটটি নতুন পণ্য উন্মোচন করেছে অ্যাপল। নতুন স্মার্টফোনের মধ্যে রয়েছে আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো এবং বছরের সেরা চমক আইফোন ১৪ প্রো ম্যা⛦ক্স।

নতুন এসব ফোনে ক্যামেরা💎, অপারেটিং সিস্টেম আর চিপসেটসহ বিভিন্ন আপডেট যুক্ত করেছে অ্যাপল। একই সঙ্গে থাকছে জরুরি প্রয়োজনে স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ করার পরিষেবা।

এছাড়া স্মার্ট ওয়াচের তালিকায় মূল আকর্ষণ ছিল অ্যাপলের সর্বাধুনিক প্রযুক্তির ওয়াচ আল্ট্রা। অ্যাপল ওয়াচ সিরিজ ৮-এর সঙ্গে এবার স্মার্ট ওয়াচকে সবার ক্রয়ক্ষমতার নাগালে রাখতে অ্যাপল ওয়াচ এসই মডেলটি𓂃 বাজারে আনার ঘোষণা দিয়েছে অ্যাপল।

এছাড়া ওয়্যারলেস ইয়ারফোনের নতুন মডেꦕল নতুন এয়ারপডস প্রো-ও নজর কেড়েছে সবার। অ্যাপলপ্রেমীদের জন্য এবার আরও একটি সুখবর দিয়েছেন টিম কুক। নতুন এসব পণ্যের বেশির ভাগই গত বছরের মডেলগুলোর দামের কাছাকা🅘ছি রেখেছে অ্যাপল। নতুন আইফোনে দামও বাড়ানো হয়নি এবার।

নতুন আইফোনগুলো শুক্রবার থেকে কিনতে পারবেন গ্রাহকরা। আর নতুন অ্যাপল ওয়াচগুলো বুধবার থেকেই ক🧸েনা যাবে। নতুন ইয়ারপড বাজারে আসবে ২৩ সেপ্টেম্বর।