মা🐭টি খুঁড়ে গুপ্তধন খুঁজে পাওয়ার গল্প অনেক দেশেই প্রচলিত। তবে বাড়ির বাগানে মাটি খুঁড়তে গিয়ে বিশালাকার কোন ডাইনোসরের দেহাবশেষ দেখতে পেলে হয়তো আঁতকে উঠবেন যে কেউ।
পর্তুগালে এক ব্যক্তির সঙ্গে ঘটেছে এমনই এক আশ্চর্♏যজনক ঘটনা। ইউরোপে আবিষ্কৃত এযাবতকালের সবচেয়ে বড় ডাইনোসরের দেহাবশেষ পাওয়া গেছে তার বাড়ির পেছনের বাগানে।
চলতি মাসের শুরুর দিকে পর্তুগাল ও স্পেনের জীবাশ্মবিদরা সম্ভাব্য ব্র্যাকিওসোরিড সৌরোপডের ডাইনোসরটির সম্পূর্ণ মেরুদণ্ড ও পাঁজরের অংশগুলো♓ আবিষ্কার করেন। এর লম্বা ঘাড় ও লেজ দেখে ধারণা করা যাচ্ছে এটি ছিল তৃণভোজী।
বিশালাকার সরীসৃপটি প্রায় ৩৯ ফুট চওড়া এবং ৮২ ফুট লম্বা। এর কঙ্কালটি ꧟প্রায় ১৫ কোটি বছর পুরানো।
ধারণা করা হচ্ছে, কঙ্কাল যেখানে পাওয়া গেছে সেই জায়গাটিতেই ডাইনোসরটিꦡ মারা গিয়েছিল। একটি আন্তর্জাতিক গবেষণা দল এখন এটি নিয়ে গবেষণা করছে।
কঙ্কালটি তুলনামূলকভাবে অক্ষত থাকায় জীবাশ্মবিদরা আশা কর𓄧ছেন গবেষণার মাধ্যমে অনেক নতু💛ন তথ্য আবিষ্কার করতে পারবেন তারা।
বিবিসি জানায়, ২০১৭ সালে কেন্দ্রীয় শহর পোম্বলেতে আরেকটি সরোপোডের জীবাশ্ম কঙ্কাল আবি🧸ষ্কৃত হয়। এতদিন পর্যন্ত এটিই ছিল সৌরোপড প্রজাতির ডাইনোসরের মধ্য♓ে সবচেয়ে বড় এবং সবচেয়ে বড় স্থলচড় প্রাণী।