আইফোন ১৪ আসছে ৭ সেপ্টেম্বর

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৮, ২০২২, ০৪:০৪ পিএম

বহুল প্রতীক্ষিত আইফোন ১ဣ৪ সিরিজের ফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। আগামী ৭ সেপ্টেম্বর নানা ༺আয়োজনের মাধ্যমে আইফোনের সর্বশেষ সংস্করণ উন্মোচন করবে তারা।

নতুন আইফোন ছাড়া🧸ও একাধিক মডেলের ম্যাক কম্পিউটার, দুই ধরনের আইপ্যাড ও তিনটি অ্যাপল ওয়াচের উদ্বোধন করা হবে এই অনুষ্ঠানে। মহামারির কারণে এবারের উন্মোচন অনুষ্ঠানটিও অনলাইনে আয়োজন করার কথা রয়েছে। অ্যাপল কর্মকর্তাদের বরাতে এসব তথ্য জানি🐈য়েছে সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক সংকটের মাঝে বেশির ভাগ প্রযুক্তি প্রতিষ্ঠান লোকসান গুনলেও তাদের তুলনায় ভালো পারফরম্যান্স করছে অ্যাপল। গত তিন মাসে♍ বিক্রি বেড়েছে আইফোনের। বাজারে অ্যাপল পণ্যের চাহিদ𒈔া কমার কোনো পূর্বাভাস নেই বলেও সরবরাহকারীদের ইঙ্গিত দিয়েছেন কর্মকর্তারা।

সাধারণত সেপ্টেম্বরের প্রথমার্ধে নতুন আইফোন উন্মোচন করে অ্যাপল। আর উন্মোচন🅠ের দেড় সপ্তাহ পর থেকে সব পণ্য বিক্রি শুরু কর🅘ে। 

এ বছরও তারা একই নীতি বজার রাখবে বলে আশা করা হচ্ছে। খুচরা বিক🐲্রেতাদেরও ১৬ সেপ্টဣেম্বর থেকে নতুন অ্যাপল পণ্য বিক্রির জন্য প্রস্তুত হতে বলা হয়েছে।