হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট নিয়ে এসেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। এতে বিশে🧸ষ জোর দেওয়া হয়েছে ব্যবহারকারীর তথ্যের গোপনীয়তার ওপর। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানান, এখন থেকে সামনাসামনি কথোপকথনের ༒অভিজ্ঞতা দেবে হোয়াটসঅ্যাপের ম্যাসেজ।
নতুন আপডেটে ব্যবহারকারীদের বার্তা, ছবি, ভিডিও, ও কথোপকথনের সংরক্ষিত তথ্যের সুরক্ষাও বাড়ানো হচ্ছে। ম্যাসেজ পড়ার পর💮 ওপর প্রান্তের পাঠক যেন স্ক্রিনশট তুলতে না পরেন সেটিও নিশ্চিত করবে হোয়াটসঅ্যাপ।
এছাড়াও এখন থেকে ব্যবহারকারীরা চাইলে কাউকে না জানিয়েই গ্রুপ চ্যাট🐭 থেকে বেরিয়ে যেতে পারবেন। এর আগে গ্রুপ চ্যাট থেকে কেউ চলে গেলে সেই নোটিফিকেশন দেখতে পেতেন বাকি সব সদস্যরা। যা অনেকক্ষেত্রে উভয়পক্ষের জন্যেই বিব্রতকর ছিল✅।
তবে নতুন আপডেটে ব্যবহারকারীরা কাউকে না জানিয়েই গ্রুপ থেকে বেরিয়ে যেতে পারবেন। শুধুমাত্র গ্রুপ 🌃অ্যাডমিনকে হোয়াটসঅ্যাপ এই তথ্য জানাবে।
আর অনলাইনে থাকলে অন্য কেউ টের পাবে কি না সেটিও নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারী🐼। কেউ চাইলে শুধুমাত্র তার পছন্দেরꦓ মানুষ বা পরিচিতরাই অনলাইনে আসলে তাকে দেখতে পাবেন।