সাবেক এমপিকে উপহাসকারী ইউটিউবারের দুই ꦛভিডিওর জন্য ইউটিউবের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান গুগলকে বিশাল অংকের জরিমানা করেছে অস্ট্রেলিয়ার একটি আদালত।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, আদালতের রায়ে ইউটিউবার জর্ডান শ্যাঙ্কসের ভিডিওগুলো ‘বর্ণবাদী’ ও ‘অপমানজনক’ প্রমাণিত হয়েছে। তাই এর বিরুদ্ধে কোন পদক্ষেপ না নেওয়ার কারণে গুগলকে ৭ লাখ ১৫ হাজার ডলা𝓰র বা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৬ কোটি টাকা জরিমানা দিতে হবে।
২০২০ সালে সাউ-ওয়েলস প্রদেশের সাবেক উপপ্রধান জন বারিলারোকে আক্রমণ করে ইউটিউবে ভিডিও দুটি আপলোড করেন কমেডিয়ান জর্ডান শ্যাঙ্কস। ভিডিওতে তার মানহানি করা হয়েছে দাবি করে শ্যাঙ্কস ও গু✅গলের বিরুদ্ধে আদালতে মামলা করেন বারিলারো।
সোমবার শুনানিতে বলা হয়, তার ইউটিউব চ্যানেলে ছয় লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তারা এই ভিডিও দেখায় এ🦄কꦿ বছর ধরে মাসে ২০ হাজার ডলারের বেশি আয় করেছেন তিনি।
শ্যাঙ্কের এই ভিডিও ꦛপ্রকাশ বন্ধের ক্ষেত্রে গুগল নিজস্ব নীতিগুলি প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। 🍸ফেডারেল আদালতের বিচারক স্টিফেন রেরেস এই রায় দিয়েছেন।