ইউরোপের বাজারে চীনের বৈদ্যুতিক গাড়ি

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মে ১, ২০২২, ০১:৪৮ পিএম

২০২৫ সালের মধ্যে ডিজেল ও পেট্রোল চালিত নতুন গাড়ি বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় বৈদ্যুতিক গাড়ির প্রয়োজনীয়তা বেড়েছে ইউরোপে। তাই বিএমডব্লিউ ও টেসলারের মতো আন্তর্জাতিক কোম্পানীকে টেক্কা দিতে নরওয়ের বাজারে ঢুকে পড়েছে চীনের বৈদ্যুতিক গাড়ি। 

চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘নিও’ ইতোমধ্যে সেখানে তাদের ব্যবসা শুরু করে দিয়েছে। নরওয়ে ইলেকট্রিকাল ভেহিকল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ক্রিস্টিনা বু জানান, শুধু বৈদ্যুতিক গাড়ি নয়, চীনা গাড়ি কেনার🙈 ব্যাপারেও গ্রাহকদের সন্তুষ্ট করতে হবে। গত ছয় মাসে অনেক চীনা কোম্পানি নরওয়েতে এসেছে। তাই মানুষের সামনে এখন অনেক বিকল্প আছে।

‘নিও’র নরওয়ে ও ডেনমার্কের জেনারেল ম্যানেজার মারিয়াস হেইলার জানান, বৈদ্যুতিক গাড়ির বেশ কিছু সুবিধা রয়েছে। প্রথমত, গাড়ির দাম কম হবে। তাছাড়া সবসময় সর্বাধুনিক প্রযুক্তির ব্যা💧টারিটি পাওয়া যাবে।

ইউরোপীয় বাজার তারা ধরতে নরওয়েতে বেশ কিছু চীনা বৈদ্যুতিক গাড়ির ব্র্যান্ড এসেছে। ভবিষ্যতে আরও আসবে বলে আশা করা হচ্ছে। 

এক্সপেং, ভয়া ও হংজির মতো চীনা ব্র্যান্ডগুলো দাবি করছে, তারা বিশ্বখ্যাত টেসলা, বিএম🌌ডব্লিউ ও অডির মতো ব্র্যান্ডের সঙ্গে পাল্লা দিতে সক্ষম।