২০২১ সাল ছিল প্রযুক্তির দুনিয়ার জন্য় ছিল গুরুত্বপূর্ণ একটি বছর। প্রযুক্তিগত কয়েকটি আবিষ্কার ও পরিবর্তন কার্যত এই বছর আলোড়ন সৃষ্টি করেছে। জনপ্💖রিয় সোশ্যাল মিডিয়া মাধ্যমসহ বেশ কয়েকটি মাধ্যমেও এসেছে আমূল পরিবর্তন। ২০২১ সালের প্রযুক্তি দুনিয়ার সেরা ঘটনাগুলো♏ একঝলকে ফিরে দেখবো আজকের আয়োজনে-
‘ফেসবুক’ থেকে ‘মেটা’
জনপ্রিয় সোশ্যাল মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রামসহ বেশ কয়েকটি মাধ্যমের দায়িত্বে রয়েছেন মার্ক জুকেরবার্গ। পেরেন্ট সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী, এই বছর ফেসবুক নাম বদলে হয়েছে ‘মেটা’। এখন হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম খোলার আগে ‘ফেসবুক’-꧟ নামের পরিবর্তে ‘মেটা’ লেখা দেখা যায়। সেই𝔉 সঙ্গে ফেসবুকের ডিজাইন এবং সাজসজ্জাতেও পরিবর্তন হয়েছে। নতুনভাবে যুক্ত হয়েছে লাইভ চ্যাট এবং অডিও রুম। এমনকি ইনস্টাগ্রামের মতো ফেসবুকেও চালু হয়েছে রিলসের অপশন। গেমাররা গেম খেলার সময় তা এখন ফেসবুকে লাইভ স্ট্রিমও করতে পারেন। পেরেন্ট সংস্থাটি সব মাধ্যেমেই একটা সিঙ্ক তৈরি করেছে।
ইনস্টাগ্রাম ‘রিমিক্স রিলস’
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মাধ্যম ইনস্টাগ্রাম। এই বছর ইনস্টাগ্রামে যুক্ত করা হয়েছে নতুন অপশন ‘কোলাব’। ছবির আপলোডের আর রিলসের জন্য বরাবরই বিখ্যাত এই মাধ্যমটি। ইউজার নিজেই রিলস তৈরি করতে পারেন এই মাধ্যমে। এখন সেখানে রিমিক্সের ব্যবস্থাও যুক্ত করা হয়েছে। ‘কোলাব’-এর মাধ্যমে রিমিক্সের সুবিধায় অন্য ইউজার বা সেলেব্রিটির সঙ্গে নিজের রিলস শেয়ার করার সুযোগ পাচ্ছেন। এক্ষেত্রে অন্য ইউজারের সঙ্গে কোলাবরেশনে নিউজ ফিড, রিলস এসব শেয়ার করার অপশন থᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚাকে। এছাড়াও ইনস্টা রিলসের মাঝখানে বিজ্ঞাপন ঢোকানো, সেখানে টেক্সট বা স্টিকার যুক্ত করার অপশনও থাকছে। সেই সঙ্গে কোনও নির্দিষ্ট ইউজারের অবাঞ্ছিত মন্তব্য বন্ধ করারও ফিচার চালু হয়েছে। ইনস্টাগ্রামে এই অপশনটির নাম ‘লিমিটস’।
হোয়াটসঅ্যাপে একগুচ্ছ ফিচার
হোয়াটসঅ্যাপ এই বছর একগুচ্ছ নতুন ফিচার চালু করেছে। প্রতিষ্ঠানটি ব্য়বহারকারীদের সুবিধার্থে মাল্টি ডিভাইস সাপোর্ট সিস্টেম চালু করেছে। যেখানে একসঙ্গে ৪টি ডিভাইসে একটাই হোয়াটসঅ্য🦄াপ অ্যাকাউন্ট চালান যাবে। ডিসঅ্যাপিয়ারিং মেসেজ অপশন চালু হয়েছে। যেখানে ২৪ ঘণ্টা, ৭দিন এবং ৯০ দিনের ভিত্তিতে মেসেজ ডিলিট হয়ে যাবে। এছাড়াও হোয়াটসঅ্যাপ ওয়েব ইউজাররা অডিও এবং ভিডিও কলিংয়ের সুবিধাও পাচ্ছেন। আরও আপডেট হয়েছে ভয়েস মেসেজ পাঠানো অপশনটি। ভয়েস মেসেজ পাঠানোর আগেই ব্য়বহারকারী তা শুনে নিতে পারছেন। শুধু তাই নয়, এই বছর আইওএস ডিভাইসের হোয়াটসঅ্যাপ থেকে অ্যানড্রয়েডে ডেটা স্থানান্তরের পরিষেবাও চালু হয়েছে। ইউজারদের সুবিধার্থে এখন ‘লাস্ট সিন’ এমনকি ‘প্রোফাইল পিকচার’ নির্দিষ্ট ইউজারের থেকে আড়ালেও রাখতে পারছেন। সেই সঙ্গে হোয়াটসঅ্যাপে পেমেন্ট মাধ্যমেরও চালু হয়েছে।
ইউটিউবে ‘ডিসলাইক’
বছরের শেষভাগে পরিবর্তন এসেছে ইউটিউবেও। এই মাধ্যমে এখন থেকে দেখা যা💃বে না ডিসলাইকের সংখ্যা। ব্যবহারকারীর কোনো ভিডিও অপছন্দ হলে ডিসলাইক বাটনে প্রেস করতে পারবেন। তবে ইউটিউব ভিডিওতে ডিসলাইকের সংখ্যা প্রকাশ্যে অন্যরা দেখতে পারবেন না। ইউটিউব চ্যানেলের ক্রিয়েটর চাইলে নিজে এই ডিসলাইকের সংখ্যা জেনে নিতে পারবেন। ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, ছোট কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ ও মনোবল বাড়াতে নেওয়া হয়েছে এই উদ্যোগ।
ইন্টারনেট ছাড়াই ‘ফেসবুক মেসেঞ্জার’
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জার ও ডিসকভার অ্যাপে ইন্টারনেট ছাড়াই বার্তা পাঠানোর 𒊎সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। মোবাইলে ইন্টারনেট না থাকলেও জরুরি প্রয়োজনে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে বার্তা পাঠানো যাবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও মোবাইল অপারেটরগুলো এই বছর গ্রাহকদের জন্য় এ সেবা চাল𓃲ু করেছে।
সূত্র: টেক নিউজ