সারা বিশ্বে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। বিশ্বজুড়ে হাজার হাজার ইউজারে🅷🎉র জন্য ইনস্টাগ্রামের ডিরেক্ট মেসেজ (DM) ফিচার ডাউন হয়ে গেছে।
আউটেজ ট্র্যাকিং ওౠয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, এই সমস্য♔া সন্ধ্যা সোয়া ৫টা থেকে শুরু হয় এবং বহু ইউজার মেসেজ পাঠাতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন।
বেশিরভাগ ইউজার জানিয়েছেন, মেসেজ পাঠানোཧর সময় মেসেজগুলি নিজে থেকেই ডিলিট হয়ꦿে যাচ্ছে।
ইনস্টাগ্রামের ক্ষতিগ্রস্ত ইউজাররা তাদের হতাশা প্রকাশের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের আশ্রয় নিচ্ছেন। এক্সে মিমের বনꦅ্যা বইছে। ইউজাররা মার্ক জাকারবার্গ এবং মেটাকে নﷺিয়ে নানা ধরনের মিম শেয়ার করছেন।
ইনস্টাগ্রাম বা তার মূ💜ল কোম্পানি মেটার তরফে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, তবে মনে হচ্ছে সমস্যা এখনো রয়ে গেছে। এই প্রযুক্তিগত সমস্যার কারণ এখনো জানা যায়নি।
এর আগে, ১৫ ♕অꦍক্টোবর ফেসবুক ও ইনস্টাগ্রামে একটি বড় সমস্যা দেখা দেয়। যার কারণে আমেরিকায় হাজার হাজার মানুষ সমস্যার সম্মুখীন হন।