সৌদিতে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ৬, ২০২২, ১১:১৫ এএম
ফাইল ফটো

পবিত্র হজ পালনে গিয়ে সৌদি আরবে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এই নিয়ে চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত সর্বমোট ১৩ বাংলাদেশির মৃত্যু হলো। তাদের মধ্যে ৯ জন পুরুষ আর ৪ জন না𝔍রী।

ধর্ম মন্ত্র𝄹ণালꦗয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়- গত ৪ জুলাই মো. আবদুল মোতালিব (৫৮) নামের এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তিনি নওগাঁর সাপাহার উপজেলার তিলনা গ্রামের বাসꦏিন্দা। তাঁর পাসপোর্ট নম্বর: বিটি ০৬৮৬৭১০।

অপরদিক গত ৩ জুলাই মো. খায়বার হোসেন (৫৫) নামের আরেক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়। তার পাসপোর্ট নম্🅷বর ই🍷এফ ০১৫৬১৬২। তিনি রংপুরের পীরগাছা উপজেলার বাসিন্দা।

চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স🐓সহ তিনটি এয়ারলাইন্সের মোট ১৬৫টি হজ ফ্লাইটে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ পালন শেষে আগা⛄মী ১৪ জুলাই বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হবে, যা শেষ হবে ৪ আগস্ট।