মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা-ছেলে নিহত

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৪, ০৯:১৪ এএম

মালয়েশিয়ার পাহাং রাজ্যে🎃 সড়ক দুর্ঘটনায়𝔍 মোটরসাইকেল আরোহী বাংলাদেশি শ্রমিক মোহাম্মদ আদম ও তার ছেলে নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ আ👍গস্ট) ভোর সাড়ে ৬টার দিকে ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট জুকরি মুহাম🐻্মদ জানান, করাতকল শ্রমিক মোহাম্মদ আদম (৩৯) এবং তার সৎ ছেলে মুহাম্মদ ফাইক আকওয়া আবদুল্লাহ (৯) মোটরসাইকেলযোগে স্কুলে যাচ্ছিলেন। পথ🐼ে একটি গর্ত এড়ানোর চেষ্টা করলে বিপরীত লেন দিয়ে আসা পেরোদুয়া গাড়ির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বাবা ও তার সৎ ছেলে নিহত হন।

এ ছাড়া পেরোদুয়া অ🅰্যাক্সিয়া গাড়িতে থাকা ৪১ বছর ব🔯য়সি এক নারী ও তার ৫ বছর বয়সি ছেলে আহত হন।

জুকরি বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জেরানতুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তদন্তের সুবিধার্থে পুলিশ পেরোদুয়া অ্যাক্সিয়🐓া গাড়ি চালকের একটি বিবৃতি রেকর্ড করবে।

দেশটির সড়ক পরিবহন আইন ১৯৮৭ এর ৪১(১) ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা জানিয়🔴েছেন।