ক‌রোনায় যুক্তরা‌জ্যে মৃ‌তের সংখ্যা দেড় লাখ ছা‌ড়ি‌য়ে‌ছে

মাহমুদুর রহমান তারেক, যুক্তরাজ্য প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২, ০৮:৩০ এএম

যুক্তরা‌জ্যে ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত হ‌য়ে মৃ‌তের সংখ্যা দেড় লাখ ছা‌ড়ি‌য়েছে। দেশটিতে শ‌নিবার (৮ জানুয়া‌রি) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩১৩ জন। এর মধ্য দিয়ে দেশটিতে করোন꧂া💫 ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা দেড় লাখের ঘর অতিক্রম করে। 

বিশ্বে করোনা ভাইরাসের মৃত্যুর ♉তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে যুক্তরাজ্য।

এর আগে ২০২০ সালের ২ মার্চ যুক্তরাজ্য সরকার দেশটিতে প্রথম ক𒉰োভিডে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর💫টি আনুষ্ঠানিকভাবে জানায়। 

অন্যদিকে এক সপ্তাহ ধরে প্রতি‌দিন আক্রান্ত প্রায় দুই লাখের মতো থাকলেও শ‌নিবার আক্রান্ত বেশ কমেছে। এদিন যুক্তরাজ্যে নতুন𝐆 করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৩৯০ জন। এ নিয়ে যুক্তরাজ্যে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হ🐎য়েছেন ১ কোটি ৪৩ লাখ ৩৩ হাজার ৭৯৪ জন। শুধু মাত্র গত এক সপ্তা‌হে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ লাখ ২৭ হাজার ২৮৮ জন।