জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আন🍰িসুল করিম হত্যা মামলার আসামি নিয়াজ মোর্শেদ মারা গেছেন। নিহত মোর্শেদ ‘মাইন্ড এইড’ হাসপাতালের পরিচালক ছিলেন।
এর ♔আগে শুক্রবার (৫ নভেম্বর) রাতে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক 𓄧তাকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষꦫী মারুফ বলেন, “নিয়াজ হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে আমরা তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আন🌳লে চিকিৎসক বলেন হাসপাতালে আনার আগেই মারা গেছেন তিনি।”
কারারক্ষী আরো বলেন, “এএসপি আনিসুল হত্যা মামলায় কারাগা💃ꦯরে ছিলেন নিয়াজ। তার বাবার নাম মুজিবুর রহমান। তিনি ‘মাইন্ড এইড’ হাসপাতালের পরিচালক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, &ldq🐷uo;আসামি নিয়াজ কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে আনা হয়। পরে প্রাথমিক পরীক্ষা ন⭕িরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
২০২০ সালের ꦐ৯ নভেম্বর সকালে আদাবরের মানসিক রোগ নಌিরাময় কেন্দ্রে চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালে কর্মচারীদের পিটুনিতে এএসপি আনিসুল করিম মারা যান।
এ ঘটনার পর পুলিশ জানায়, হাসপাতালের কর্মচারীদের পিটুনিতে আনিসুল মারা যান। তার মৃত্যু অনাকাঙ্ক্ষিত নয়, এটি হত্যাকাণ্ড। এরপর এ ঘটনায় হত্যা মামলা হলে নিয়াজ মোর্শেদকে গ্রেপ্তার করা হয়। সেই মামলায় নিয়াজ মোর্শেদ কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন।