‘বৃহৎ প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার করবে দক্ষিণ কোরিয়া’

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৪, ০৫:২৩ পিএম
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের সঙ্গে সাক্ষাৎকালে ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশের বৃহৎ প্রকল্প দক্ষিণ কোরিয়া বাস্তবায়নে সহযোগিতার করꦜবে বলে জানিয়েছ👍েন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, “বাংলাদেশের বৃহৎ প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়া।”

মঙ্গলবার (২৭ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদ🎀ূত পার্ক ইয়ং সিক সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দিয়েছেন বলে জা𝓀নান ওয়াহিদউদ্দিন মাহমুদ।

ওয়াহিদউদ্দি♒ন মাহমুদ বলেন, “সাক্ষাৎকালে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশে তাদের সহযোগিতায় চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি কয়েকটি বৃহৎ প্রকল্পে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন।”

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূ♛তকে ধন্যবাদ জানিয়ে ওয়াহিদউদ্দিন মাহমুদ𒁃 বলেন, “দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।”

[96475]

এসময় কারিগরি শিক্ষায় দক্ষিণ কোরিয়ার স♕হয💙োগিতা বৃদ্ধির আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা।